1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিফ্রান্স

নিউ কালেডোনিয়ায় দাঙ্গার পর কারফিউ, বন্ধ বিমানবন্দর

১৪ মে ২০২৪

স্থানীয় নির্বাচনে অভিবাসীদের ভোটাধিকার দিতে আনা নির্বাচনি সংস্কার পরিকল্পনার প্রতিবাদে ফরাসি অঞ্চল নিউ কালেডোনিয়ার নোমিয়ায় দাঙ্গার পর কার্যত অচলাবস্থা বিরাজ করছে৷

https://p.dw.com/p/4fqkM
আগুনে পুড়ে যাওয়া গাড়ি৷
নিউ কালেডোনিয়ার দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যবসা-বাণিজ্য৷ছবি: THEO ROUBY/AFP

শহরজুড়ে থমথমে পরিস্থিতি৷ জারি করা হয়েছে কারফিউ৷ বন্ধ করে দেয়া হয়েছে আন্তর্জাতিক বিমান বন্দর৷ ঘটনার পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী তার সফর স্থগিত করেছেন৷

নিউ কালেডোনিয়ার রাজধানী নোমিয়ায় সোমবার রাতভর দাঙ্গার পর মঙ্গলবার সকালে সবাইকে ‘ধৈর্য্য ধরা ও শান্ত থাকার' আহ্বান জানিয়েছে স্থানীয় সরকার৷

এদিন এক বিবৃতিতে সরকারের পক্ষে আরো জানানো হয়েছে, ‘‘দশকের পর দশক ধরে গড়ে উঠা একটি অঞ্চল অসন্তোষ, হতাশা এবং ক্রোধের কারণে ধ্বংস হতে পারে না এবং এর ভবিষ্যৎ অনিশ্চিত হতে দেয়া যায় না৷''

ইন্দো-প্যাসিফিক সংলগ্ন এবং অস্ট্রেলিয়ার পূর্ব দিকের এই ফরাসি অঞ্চলে দাঙ্গার পর ১২ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে৷ নিরাপত্তার জন্য শহরজুড়ে নামানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে৷

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নোমিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছে এবং সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে৷

নিউ কালেডোনিয়া হাই কমিশন জনসমাগম এবং অ্যালকোহল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে৷ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে৷

কমিশনপ্রধান লুই লে ফ্রাঙ্ক জানিয়েছেন, দাঙ্গার ঘটনায় ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, আহত হয়েছেন অনেকেই৷ কিন্তু সোমবার রাতে দাঙ্গায় কোনো সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি৷

শ দুয়েক তরুণ অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়ে এই দাঙ্গা শুরু করেন বলেও জানিয়েছেন তিনি৷ বলেছেন, তারাই সহিংসতা করেছেন এবং পুলিশই ছিল তাদের লক্ষ্যবস্তু৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালাতে বাধ্য হবে বলে বিক্ষোভকারীদের সতর্ক করতে বাধ্য হয় বলেও দাবি তার৷

সড়কে আগুন ধরিয়ে প্রতিবাদ৷
নোমিয়ায় আগুন ধরিয়ে সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা৷ছবি: MATHURIN DEREL/AFP

যে কারণে সহিংসতা

কর্তৃপক্ষের নির্বাচনি সংস্কার প্রস্তাবের জের ধরে নোমিয়ায় অস্থিরতা ও সহিংসতার শুরু৷ এই পরিবর্তনের মধ্য দিয়ে দ্বীপটিতে বসবাসরত অভিবাসীদেরও ভোটাধিকার ক্ষমতা দিতে চায় ফ্রান্স৷

তাই নিউ কালেডোনিয়ার সংবিধানে পরিবর্তন নিয়ে ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি পার্লামেন্টে আলোচনার আগের দিন অর্থাৎ রোববার থেকে আন্দোলন তীব্র হতে থাকে৷

কারণ অভিবাসীদের ভোটাধিকার দেয়া হলে কানাক নামের আদিবাসী সম্প্রদায়ের মর্যাদা কমে যাবে বলে মনে করছেন আন্দোলনকারীরা৷

দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ভবন ও গাড়ি৷
নিউ কালেডোনিয়ার ফরাসি অঞ্চল হলেও প্যারিস থেকে এর দূরত্ব প্রায় ১৭ হাজার কিলোমিটালছবি: THEO ROUBY/AFP

১৯৯৮ সালে করা নোমিয়া চুক্তির সংস্কার করতে চায় ফ্রান্স৷ ২৫ বছরের বেশি সময় পর এক দশকেরও বেশি সময় ধরে ফরাসি ভূখণ্ডে নিরবচ্ছিন্নভাবে থাকা মানুষদের স্থানীয় পর্যায়ে ভোটাধিকার দেয়ার পরিকল্পনা করছে ফ্রান্স৷

দ্বীপের দুই লাখ ৭০ হাজার বাসিন্দার মধ্যে ৪০ হাজার ফরাসি নাগরিক৷তাদের স্থানীয় নির্বাচনে ভোটাধিকার ক্ষমতা নেই৷ এমন পরিস্থিতিকে ‘অযৌক্তিক' মনে করে ফ্রান্স৷

সোমবার ফরাসি পার্লামেন্টে দাঁড়িয়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানা বলেন, ‘‘নিউ কালেডোনিয়ার একমাত্র স্থানীয় নির্বাচনের জন্য ভোটার তালিকা বাতিল করা শুধু একটি রাজনৈতিক ইচ্ছা নয়, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন তাদের জন্য এটি একটি নৈতিক অবস্থান৷''

উল্লেখ্য, নিউ কালেডোনিয়ার বাসিন্দাদের মধ্যে ১৮ ঊর্ধ্ব সবার ফ্রান্সের জাতীয় নির্বাচনে ভোট দেয়ার অধিকার রয়েছে৷

সম্প্রতি গণভোটে হেরেছে আন্দোলনকারীরা

২০২১ সালের নির্বাচনের মধ্য দিয়ে কানাক সম্প্রদায়ের প্রথম নেতা পেয়েছে নিউ কালেডোনিয়া৷ তিনি দ্বীপটির স্বাধীনতায় বিশ্বাসী৷

কারণ দেশটির বাসিন্দারা নিউ কালেডোনিয়াকে ফরাসি অঞ্চল হিসাবে রাখার পক্ষে ভোট দিয়েছেন৷ প্রথম ও দ্বিতীয় দফায় গণভোটের ফলাফল ছিল কাছাকাছি৷ বিজয়ী পক্ষ পেয়েছে ৫৭ শতাংশ ও ৫৩ শতাংশ ভোট৷

২০২১ সালে নিউ কালেডোনিয়াকে ফরাসি অঞ্চল হিসাবে রাখার পক্ষে ভোট দিয়েছেন ৯৬ শতাংশ মানুষ৷ কিন্তু সেবার ভোটার উপস্থিতি কম ছিল৷ ভোট পড়েছে ৫০ শতাংশ৷ কানাক আদিবাসীরা বলেছেন, করোনা মহামারির কারণে তারা ভোট বর্জন করেছেন৷

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷
২০২৩ সালের জুলাইয়ে নিউ কালেডোনিয়া সফর করেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷ছবি: Lafargue Raphael/abaca/picture alliance

সফর স্থগিত করেছেন নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী

সহিংসতা ও অস্থিরতা কারণে নিজের নিউ কালেডোনিয়ার সফর স্থগিত করেছেন নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটারস৷ তার মুখপাত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন৷

এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, নিউ কালেডোনিয়া কর্তৃপক্ষ যাতে তাদের অঞ্চলে সংঘাত সহিংসতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে, সেই বিবেচনায় সফরটি স্থগিত করা হয়েছে৷

টিএম/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য