1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীকে চড় মেরে ৬ মাসের জেল

১০ অক্টোবর ২০১৮

প্যারিসের রাস্তায় একটি ক্যাফেটোরিয়ার পাশে এক তরুণীকে চড় মারে এক তরুণ৷ সেই ভিডিও ভাইরাল হয়ে যায়৷ ওই ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত৷

https://p.dw.com/p/36HG0
Gefängnis Stacheldraht
ছবি: picture-alliance/dpa/W. Steinberg

ফিরাজ এম নামের ওই হামলাকারীকে জরিমানা দিতে হবে দুই হাজার ইউরো, ছয় মাস কাটাতে হবে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসহ সংশোধনমূলক কর্মকাণ্ডে৷ বৃহস্পতিবার তার বিরুদ্ধে এই রায় দেয় ফ্রান্সের আদালত৷

গত ২৪ জুলাই সন্ধ্যার আগে মারি লাগ্যার নামের এক শিক্ষার্থীর ওপর এই হামলা হয়৷ পরদিনই ফেসবুকে ঘটনার একটি ভিডিও আপলোড করেন তিনি৷

এতে দেখা যায়, এক পথচারী এক নারীর দিকে চেঁচিয়ে অ্যাশট্রে ছুঁড়ে মারছে৷ এরপর মেয়েটির পিছু পিছু হাঁটতে থাকে সে৷ এক পর্যায়ে ক্যাফের পাশে দাঁড়ানো মেরে আবার উলটো দিকে হাঁটতে থাকে৷ সেই সময় ক্যাফের টেরাসে বসে থাকা তিন ব্যক্তি ও এক নারী গিয়ে ওই ব্যক্তির পথ আটকায়৷ তবে এক পর্যায়ে চলে যায় লোকটি৷

এই ভিডিওটি ২৪ লাখের বেশি বার দেখা হয়, শেয়ার করা হয় প্রায় সাড়ে আট হাজার অ্যাকাউন্ট থেকে, আর মন্তব্য আসে আড়াই হাজারেরও বেশি৷ বিষয়টি নিয়ে তুমুল আলোচনার মধ্যে আগস্টে হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ৷

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ফ্রান্সের রাস্তায় নারীদের যৌন হয়রানিতে শাস্তির বিধান আনারউদ্যোগে সমর্থন বৃদ্ধি পায়৷ তার পরপরই রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত ও যৌন হয়রানির জন্য তাৎক্ষণিকভাবে ৭৫০ ইউরো পর্যন্ত জরিমানার আইন পাস হয়৷

এএইচ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান