1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারী ফুটবলেও বার্সেলোনার দাপট

২৭ মে ২০২৪

চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতে একই সিজনে চারটি খেতাব জেতার ইতিহাস গড়লো বার্সেলোনার নারীদের দল৷

https://p.dw.com/p/4gJwc
চার বছরে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর  বার্সেলোনা নারী দলের উল্লাস
চ্যাম্পিয়ন্স লিগ জিতে এক মৌসুমে চার শিরোপা জয়ের রেকর্ডে বার্সেলোনার নারী দলছবি: UDVIG THUNMAN/Bildbyran/IMAGO

শনিবার সান মামেস স্টেডিয়ামে লিয়নকে ২-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জেতে বার্সেলোনার নারীদের দল৷

এই জয়ের ফলে স্প্যানিশ দলটি এক অভাবনীয় মৌসুম শেষ করলো৷ আইতানা ডনমাতি ও আলেক্সিয়া পুতেয়াসের দুটি গোলের সাহায্যে প্রথমবারের মতো একই মৌসুমে টানা চারটি খেতাব জেতে বার্সেলোনা৷

বিলবাও শহরের এই স্টেডিয়ামে খেলা দেখতে পারেন ৫৩ হাজার ৩৩১জন দর্শক৷ এর মধ্যে ৪০ হাজারেরও বেশি আসন দখল করেন এফসিবি ফেমিনির সমর্থকেরা৷ বর্তমানে নারী ফুটবলের দুনিয়া কাঁপাচ্ছে বার্সেলোনার দল৷

দলের অধিনায়ক পুতেয়াস টিভিইকে বলেন, ‘‘আমরা যা চেয়েছিলাম, তাই পেয়েছি৷ প্রত্যেক মিনিটের লড়াই ও ত্যাগ সার্থক৷''

বহু বছর ধরে চলছিল প্রস্তুতি

সাবেক জেনারেল ম্যানেজার মারকেল জুবিজারেটার তত্ত্বাবধান ও প্রশিক্ষণে এমন ফলাফল, ধারণা বিশেষজ্ঞদের৷ ২০১৪ সালে হার্ডওয়ার সংস্থা স্ট্যানলির সাথে বাণিজ্য চুক্তির পর ২০১৫ সাল থেকে ধীরে ধীরে পেশাদারত্বের মান বাড়াতে শুরু করে এই ক্লাবটি৷

খেলোয়াড়দের ন্যায্য বেতন দেবার পাশাপাশি স্পেনের অন্যান্য ফুটবল ক্লাব, যেমন অ্যাটলেটিকো মাদ্রিদও তাদের নারী দলে বিনিয়োগ বাড়িয়েছে৷

মাঠের বাইরে, কিশোরী খেলোয়াড়দের টানতে একাডেমিতেও মেয়েদের উৎসাহিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে৷ প্রশিক্ষণের জন্য আসা খেলোয়াড়রা থাকতে পারবে বিখ্যাত ‘লা মাসিয়া' কমপ্লেক্সে, যেখানে বাকি খেলোয়াড়দের সাথেই সমানতালে প্রশিক্ষণ পাবে মেয়েরা৷

যে খেলোয়াড়রা স্পেনের প্রচলিত ‘টিকি টাকা' ধরনের ফুটবলে অভ্যস্ত নয়, তাদের ভিন্ন খেলার ধরনকেও বার্সেলোনার প্রচলিত কায়দার সাথে মেলানোর চেষ্টা করা হয়েছে৷

২০১৯ সাল থেকে লিগা এফ ট্রফি বার্সেলোনাই জিতে আসছে৷ পাশাপাশি, এই দল থেকেই উঠে আসছেন স্পেনের বিশ্বকাপজয়ী দলের বহু সদস্যও৷

কলিকা মেহতা/এসএস