1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারী প্রার্থী ট্রাম্পকে পরাজিত করতে পারেন কি?

১৫ জানুয়ারি ২০২০

অ্যামেরিকায় ডেমোক্র্যাটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থীদের সপ্তম বিতর্কে লিঙ্গবৈষম্যের বিষয়টি প্রাধান্য পেল৷ এখনো কোনো প্রার্থী বাকিদের পেছনে ফেলে এগিয়ে যেতে পারছেন না৷

https://p.dw.com/p/3WDkl
অ্যামেরিকার ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে আগ্রহী ছয় নেতা
ছবি: Getty Images/R. Beck

মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছর নভেম্বর মাসেই প্রেসিডেন্ট নির্বাচন৷ বিরোধী ডেমোক্র্যাটিক দলের কোন প্রার্থী শেষ পর্যন্ত ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আসরে নামবেন, এখনো তা স্থির হয় নি৷ নানা কেলেঙ্কারিতে জর্জরিত ও কোণঠাসা এক ক্ষমতাসীন প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ করা আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও কোনো প্রার্থীকে ঘিরে এখনো তেমন উৎসাহ বা উচ্ছ্বাসও দেখা যাচ্ছে না৷ মঙ্গলবার দলের ছয় জন প্রার্থীর মধ্যে সপ্তম টেলিভিশন বিতর্কের পরেও তা স্পষ্ট হলো না৷ বরং ট্রাম্পের প্রতি আক্রমণাত্মক মনোভাবের বদলে সম্ভাব্য প্রার্থীদের মধ্যেই তীব্র সংঘাত প্রকাশ্যে চলে এলো৷ প্রচার অভিযানের শুরু থেকেই তাঁরা পরস্পরকে আক্রমণ না করার অঙ্গীকার করলেও বাস্তবে তেমনটাই ঘটছে৷

মঙ্গলবারের বিতর্কে এলিজাবেথ ওয়ারেন ও বার্নি সান্ডার্সের মধ্যে সংঘাত সবচেয়ে বেশি নজর কেড়েছে৷ সান্ডার্স নাকি ২০১৮ সালে একান্ত সাক্ষাতে ওয়ারেনকে বলেছিলেন, যে ২০২০ সালে কোনো নারী হোয়াইট হাউস জয় করতে পারবেন না৷ সান্ডার্স এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন৷ ওয়ারেন বিষয়টিকে নীতিগত প্রশ্ন হিসেবে তুলে ধরে বলেন, কোনো নারী প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজিত করতে পারেন কিনা, সে বিষয়ে স্পষ্ট অবস্থান নেবার সময় এসে গেছে৷ এ প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন, মঞ্চে উপস্থিত পুরুষ প্রার্থীরা সম্মিলিতভাবে ১০টি নির্বাচনে হেরে গেছেন৷ অন্যদিকে নারী প্রার্থী হিসেবে তিনি নিজে ও মার্কিন সেনেটর এমি ক্লোবুখার প্রত্যেকটি নির্বাচনে জয়লাভ করেছেন৷

আগামী ৩রা ফেব্রুয়ারি আইওয়া রাজ্যে ডেমোক্র্যাটিক দলের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন শুরু হচ্ছে৷ এখনো পর্যন্ত শুধু জনমত সমীক্ষায় প্রার্থীদের প্রতি সমর্থন সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছিল৷ তাতে দেখা যাচ্ছে, সান্ডার্সের তুলনায় ওয়ারেন এখনো পিছিয়ে রয়েছেন৷ প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও পিট বুটিজিজের সঙ্গে তাঁদের হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা চলছে৷ যুদ্ধবিরোধী ও অপেক্ষাকৃত বামপন্থি প্রার্থী হিসেবে সান্ডার্স পররাষ্ট্র ও বাণিজ্য নীতির ক্ষেত্রে বাইডেনের অতীত অবস্থানের তীব্র সমালোচনা করে আসছেন৷ কোন প্রার্থী ট্রাম্পের মতো প্রেসিডেন্টকে পরাজিত করার ক্ষমতা রাখেন, সে বিষয়েও সবাই বক্তব্য রাখেন৷ এই মুহূর্তে মোট ১২ জন সম্ভাব্য প্রার্থী ডেমোক্র্যাটিক দলের মনোনয়নের দৌড়ে অংশ নিচ্ছেন৷ নিউ ইয়র্ক শহরের প্রাক্তন মেয়র মাইকেল ব্লুমবার্গ দেরিতে যোগ দিলেও তাঁর অর্থবল ও প্রভাব-প্রতিপত্তিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে৷

সান্ডার্স ও ওয়ারেনের বচসা চুটিয়ে উপভোগ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প৷ মঙ্গলবার রাতে উইসকনসিন রাজ্যে নিজের নির্বাচনি প্রচারে গিয়ে এক জনসভায় তিনি বলেন, বার্নি সান্ডার্স কখনোই নারীদের হেয় করে এমন মন্তব্য করে থাকতে পারেন না৷

এসবি/কেএম (রয়টার্স, এপি)