1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ব্রেভ ম্যান ক্যাম্পেন’

জাহিদুল হক২৩ নভেম্বর ২০১২

নারীর প্রতি সহিংসতা বন্ধে তরুণদের সচেতন করতে শুরু হচ্ছে ‘ব্রেভ ম্যান ক্যাম্পেন’৷ এই প্রচারণার উদ্যোক্তা জাতীয় মানবাধিকার কমিশন, তবে মূল পরিকল্পনাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শাইখ ইমতিয়াজ৷

https://p.dw.com/p/16oJq
ছবি: picture alliance / Photoshot

ইমতিয়াজ বলেন, নারীর প্রতি সহিংসতা বাংলাদেশ সহ সারা বিশ্বে একটি বড় সমস্যা৷ এই ধরনের ঘটনায় জড়িত থাকে অল্প কজন পুরুষ৷ কিন্তু বাকিরা এটা প্রতিরোধে এগিয়ে আসেনা৷ তিনি বলেন, এই এগিয়ে না আসার কারণ হচ্ছে, অধিকাংশ পুরুষ এটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন না৷ এই না ভাবাটা একধরণের কাপুরুষতা বলে মনে করেন ইমতিয়াজ৷ তাঁর মতে, যারা নারী নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসে তারা প্রকৃত সাহসী৷ এই ক্যাম্পেনের মাধ্যমে প্রকৃত সাহসী হয়ে ওঠার জন্য তরুণদের প্রতি আহ্বান জানানো হবে৷

MMT BM/231112/Interview - MP3-Mono

এ লক্ষ্যে ফেসবুকে একটা গ্রুপ তৈরি করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের তরুণদের সংগঠিত করা হচ্ছে বলে জানান ইমতিয়াজ৷ এছাড়া ঢাকার ১১টি স্কুল বাছাই করা হয়েছে৷ সেখানকার অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রথমে প্রশিক্ষণ দেয়া হবে৷ এবং তাদেরকে নারী নির্যাতনের বিভিন্ন ধরণ সম্পর্কে জানানো হবে৷ যেমন কোনো একজন মা হয়তো সারা জীবন ধরে সারাদিন ঘরে কাজ করে যাচ্ছেন৷ কিন্তু তাঁকে তাঁর কাজে সাহায্য করা হচ্ছে না৷ এমনকি তাঁকে কোনো স্বীকৃতিও দেয়া হচ্ছে না৷ এটাও এক ধরণের নির্যাতন বলে মনে করেন ইমতিয়াজ৷

তিনি বলেন, এভাবে শিক্ষার্থীদের বিভিন্ন নির্যাতন সম্পর্কে ধারণা দিয়ে সেগুলো কীভাবে প্রতিরোধ করা যায় তা জানতে চাওয়া হবে৷ তাদের দেয়া পরিকল্পনার উপর ভিত্তি করে সেরা নির্বাচন করা হবে৷ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ‘ব্রেভ ম্যান ক্যাম্পেন'-এর শোভাযাত্রা বের করার মধ্য দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে এই প্রচারণা৷

ইমতিয়াজ জানান, ভবিষ্যতে ঢাকার বাইরের স্কুলগুলোকেও এই প্রচারণার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাঁদের৷

জাতীয় মানবাধিকার কমিশনের পাশাপাশি এই ক্যাম্পেনের সহযোগিতা করছে ইউএনডিপি, সুইস কনফেডারেশন, সুইডেন এবং ডেনিডা৷ আর বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সেন্টার ফর মেন অ্যান্ড ম্যাসকুলিনিটিস, সিএমএমসি এবং ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ইউএনওয়াইএসএবি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য