1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাম পালটানোর গণভোটে মেসিডোনিয়া

৩০ সেপ্টেম্বর ২০১৮

মেসিডোনিয়া থেকে নাম পালটে নর্থ মেসিডোনিয়া হবে কিনা, তার ওপর গণভোট চলছে পূর্ব ইউরোপের দেশটিতে৷ ন্যাটোতে যোগ দিতে গ্রিসের শর্ত মেনে দেশটির সরকার এ গণভোটের আয়োজন করেছে৷ তবে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে চলছে ব্যাপক বিক্ষোভ৷

https://p.dw.com/p/35jCh
ছবি: DW/D. Tosidis

গ্রিসের দাবি, সাবেক এই যুগোস্লাভ রিপাবলিক গ্রিসের একটি অঞ্চলের ‘নাম', এমনকি কিছু এলাকাও ‘চুরি' করেছে৷ গ্রিসের সবচেয়ে উত্তরের প্রদেশের নামও মেসিডোনিয়া৷ এই অভিযোগেই দীর্ঘদিন ধরে মেসিডোনিয়াকে ন্যাটো ও ইইউতে যোগদানে বাধা দিয়ে আসছে গ্রিস৷

জুন মাসে মেসিডোনিয়া ও গ্রিস সরকার ন্যাটো ও ইউরোপীয়. ইউনিয়নে যোগদানের বিনিময়ে নাম পালটানোর চুক্তি করে৷ কিন্তু মেসিডোনিয়ার নাগরিকরা এর পক্ষে কিনা, সে সিদ্ধান্তই তাঁরা নিচ্ছেন রোববার৷

কিন্তু এই নাম পরিবর্তনের বিরোধীরা, এমনকি দেশটির প্রেসিডেন্ট জর্জ ইভানভও, রোববারের ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন৷ তাঁর দাবি, জুন মাসের চুক্তিটি ছিল ‘বিষাক্ত' এবং ‘সার্বভৌমত্বের ভয়াবহ লঙ্ঘন'৷

হ্যাঁ-না ভোটের লড়াই

মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী জোরান জায়েভ এবং গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের মধ্যে যে চুক্তি হয়েছে, তাতে এই গণভোট গ্রহণকে বাধ্যতামূলক রাখা হয়নি৷ ফলে, জনগণের রায় যা-ই হোক না কেন, তা মানতে বাধ্য নয় সরকার৷

তবে দেশটির প্রধানমন্ত্রী জায়েভ মনে করেন, ন্যাটো ও ইইউ-তে যোগ দিলে মেসিডোনিয়ার অর্থনীতি ব্যাপকভাবে চাঙ্গা হয়ে উঠবে৷

তবে ‘হ্যাঁ ভোট' জয়লাভ করলে সরকার পার্লামেন্টে জোরালোভাবে নাম পরিবর্তনের পক্ষে দাঁড়াতে পারবে৷ মেসিডোনিয়ান পার্লামেন্টে যথাযথ পরিবর্তনের পরই কেবল গ্রিস দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন করবে৷

ইউরোপ জুড়ে মেসিডোনিয়ার এই গণভোট ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে৷ এমনকি জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল নিজেই মেসিডোনিয়ার রাজধানী স্কিয়োপে সফরে দেশটির নাগরিকদের ‘হ্যাঁ ভোট' দেয়ার আহ্বান জানিয়েছেন৷

অন্যদিকে, অঞ্চলটিতে ন্যাটোর সম্প্রসারণের বিরুদ্ধে জোরালো প্রচারণায় আছে রাশিয়া৷ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ‘সন্দেহাতীতভাবে' দাবি করেছেন, রাশিয়াই মেসিডোনিয়ার ‘না' ভোটের প্রচারণার কলকাঠি নাড়ছে৷

এডিকে/এসিবি (এপি, ডিপিএ)