1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চ্যাম্পিয়ন ম্যান সিটি

১৪ মে ২০১২

ম্যানচেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেড’এর প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘ দিনের৷ তবে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে যখন ২০তম শিরোপা জয়ের উল্লাস করার স্বপ্ন দেখছে ইউনাইটেড, সেই শেষ মুহূর্তে নাটকীয় দুই গোল ঘুরিয়ে দিয়েছে ইতিহাস৷

https://p.dw.com/p/14uqy
ছবি: Reuters

রবিবার একদিকে সান্ডারল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে জয় নিয়ে নতুন হিসেব কষছেন স্যার অ্যালেক্স ফার্গুসন৷ ওয়েন রুনির একমাত্র গোলে সান্ডারল্যান্ডকে হারায় ইউনাইটেড৷ অন্যদিকে, ইতিহাদ স্টেডিয়ামে কুয়িন্স পার্ক রেঞ্জার্স তথা কিউপিআর-এর বিপক্ষে প্রাণপণ লড়ছেন রবার্তো মানসিনি'র ছেলেরা৷ খেলা শেষ হওয়ার মাত্র পাঁচ মিনিট বাকি৷ অথচ ২-১ গোলে পিছিয়ে ম্যানচেস্টার সিটি৷ এমন অবস্থায়, ঠিক পরাজয়ের মুখেই যেন হঠাৎ উল্কাপাত৷ রেফারির শেষ বাঁশি বাজার মাত্র তিন মিনিট আগে গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন এডিন জেকো৷ তবে এই গোল যেন ঠিক চূড়ান্ত বিজয়ের হাতছানি দেয় সিটি'র তারকাদের৷ অদম্য উৎসাহ নিয়ে এগিয়ে আসেন সের্গিও আগুয়েরো৷ দিয়েগো মারাদোনার যোগ্য উত্তরসূরি আগুয়েরো কিউপিআর-এর জালে জড়িয়ে দেন বল৷

Manchester City englischer Fußballmeister nach 44 Jahren
সেই ১৯৬৮ সালে বিজয়ের ৪৪ বছর পর আবারো বিজয় উল্লাসে ফেটে পড়েন ম্যানচেস্টার সিটি'র ভক্তরাছবি: dapd

সেই ১৯৬৮ সালে বিজয়ের ৪৪ বছর পর আবারো বিজয় উল্লাসে ফেটে পড়েন ম্যানচেস্টার সিটি'র ভক্তরা৷ কোচ মানসিনি যখন প্রিয় তারকাদের অভিনন্দন জানাতে মাঠের দিকে ছুটে যান, তখন আনন্দে জার্সি ছিঁড়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন আগুয়েরো৷ আর তাঁকে ঘিরে উল্লাস করতে থাকেন দলের সব তারকা৷

এমন একটি ঐতিহাসিক জয়ের পর সিটি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি'র মন্তব্য, ‘‘ম্যানচেস্টারেই এমন রহস্যময় কাণ্ড সম্ভব৷ তবে এবার সেটা ঘটেছে পথের এই প্রান্তে৷'' কোচ মানসিনির কণ্ঠেও শোনা গেছে আত্মবিশ্বাস ও প্রত্যয়৷ এমন অভাবনীয় জয়ের পর তিনি বলেন, ‘‘এই আসর দিয়ে জয়ের ধারা শুরু করাটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ৷ এখন ম্যানচেস্টার সিটি উজ্জ্বল ভবিষ্যৎ আশা করতে পারবে৷''

৮৯ পয়েন্ট নিয়ে সমান অবস্থানে থেকেও গোল ব্যবধানে সিটি'র কাছে হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড৷ এমন পরিস্থিতিতে খুব শোকাহত হলেও সিটি'কে অভিনন্দন জানাতে ভুলে যাননি ইউনাইটেড কোচ ফার্গুসন৷ তবে একইসাথে নিজেদের বড়ত্বের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন দীর্ঘ সাফল্যের কারিগর ফার্গুসন৷ সিটি'র উদ্দেশ্যে তাঁর মন্তব্য, ‘‘আমাদের এই ফল নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই৷ আমাদের রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস৷ সেটা যে কারো চেয়ে সেরা এবং সেটার ধারে-কাছে পৌঁছাতে তাদের একশ' বছর লাগবে৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই (রয়টার্স, এপি, ডিপিএ, এএফপি)

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য