1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাছোড়বান্দা একেই বলে!

২০ ডিসেম্বর ২০১৬

ট্রেনের দরজায় প্রচণ্ড ভিড়৷ অবস্থা এমন যে, কামরায় তিল ধারণের ঠাই নেই আর৷ কিন্তু তাই বলে তিনি হাল ছাড়তে রাজি নন৷ বরং মোবাইল টিপতে টিপতেই শরীরের পেছনের দিকটা ঢুকিয়ে দিলেন সেই ভিড়ে৷ তারপর…

https://p.dw.com/p/2Ua34
Deutschland, Berlin Hauptbahnhof
ছবি: picture alliance

বলছি টোকিও-র এক ট্রেন যাত্রীর কথা৷ প্রতিদিন যাত্রাপথে ঢাকা বা কলকাতার গণপরিবহনে যে ভিড় দেখেন, তারচেয়ে জাপানের রাজধানী টোকিও-র সাবওয়েতে ভিড় কিন্তু কোনো অংশে কম নয়৷ বরং ক্ষেত্রবিশেষে সেই ভিড় এমন মাত্রায় পৌঁছায় যে, রীতিমত ট্রেনের দরজা লাগাতে যুদ্ধ করতে হয়৷

সেই যুদ্ধে অবশ্য বেশ পারদর্শী স্টেশনের দায়িত্বে থাকা কর্মীরা৷ এই যাত্রীর কথাই ধরুন৷ ট্রেনের দরজায় এমনভাবে দাঁড়িয়ে ছিলেন তিনি যে, তাঁকে না ঢুকিয়ে বা বের করে দরজা লাগানোর জো ছিল না৷ অথচ সেই অবস্থাতেই তিনি দিব্যি মোবাইল টিপে যাচ্ছিলেন৷ শেষমেষ স্টেশনের তিন কর্মী এসে তাঁকে ঠেলে ঢুকিয়ে দিলেন আগে থেকে ভর্তি ট্রেনের কামরার মধ্যে৷ আর তারপরই বন্ধ হলো দরজা৷

ভিডিওতে লক্ষ্যণীয় হচ্ছে লোকটির কঠোর চেহারা৷ কারম এতকিছুর মধ্যেও তাঁর চেহারায় কোনো পরিবর্তন দেখা যায়নি৷ বরং মনে হচ্ছিল, এ সব যেন তাঁকে স্পর্শই করছে না৷ ইটালির আলোকচিত্রী মার্কো পেটেলা সাবওয়ে কমিউটের এই দূর্লভ চিত্র ক্যামেরাবন্দি করেছেন৷

এআই/ডিজি

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য