1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাঈমের বিশ্বরেকর্ড, ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

২৩ নভেম্বর ২০১৮

অভিষেক টেস্টে সবচেয়ে কম বয়সি হিসেবে পাঁচ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের স্পিনার নাঈম হাসান৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনিই একমাত্র বোলার যিনি ১৮ পেরোনোর আগে অভিষেক টেস্টে ৫ উইকেট নিলেন৷

https://p.dw.com/p/38msb
অভিষেক টেস্টে সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড বাংলাদেশের স্পিনার নাঈম হাসানেরছবি: Getty Images/AFP/M. U. Zaman

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের মাঝপথে বল হাতে পান নাঈম হাসান৷ তারপর ইতিহাস৷ তার বলের ঘূর্ণিতে কাহিল হয়ে যায় ক্যারিবিয়ান ব্যাটিং৷ তৃতীয় ওভারেই রোস্টন চেইসকে ফিরিয়ে স্বাদ পান প্রথম টেস্ট উইেকেটের৷ নিজের করা পরের ওভারেই নেন সুনীল আমব্রিসের উইকেট৷ পরে এক ওভারেই ফেরান দেবেন্দ্র বিশু ও কেমার রোচকে৷ জোমেল ওয়ারিক্যানকে বোল্ড করার সঙ্গে সঙ্গে হয়ে যায় রেকর্ড৷ ৬১ রান দিয়ে ৫ উইকেট নেন নাঈম৷ ভেঙে দেন ২০১১ সালে গড়া অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের রেকর্ড৷ কামিন্স ২০১১ সালের নভেম্বর মাসে জোহেন্সবার্গ টেস্টে নিজের অভিষেকে ৬ উইকেট নিয়েছিলেন৷ তখন তার বয়স ছিল ১৮ বছর ১৯৩ দিন৷ ১৭ বছর ৩৫৫ দিনে অভিষিক্ত নাঈম ভেঙ্গে দিলেন সেই রেকর্ড

অভিষেক ছাড়া সবচেয়ে কম বয়সি হিসেবে ১৮ বছরের নীচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে আরো দু'জনের৷ ১৯৫৮ সালে  ১৬ বছর ৩০৩ দিনে পাকিস্তানের নাসিম উল গনি পেয়েছিলেন পাঁচ উইকেট৷ ১৭ বছর ২৫৭ দিনে পাঁচ উইকেট নিয়ে দুইয়ে আছেন আরেক পাকিস্তানি মোহাম্মদ আমির৷ ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই পাঁচ উইকেট নিয়েছিলেন আমির৷

বাংলাদেশের হয়ে ১৮ বছর ৩২ দিনে পাঁচ উইকেট নিয়েছিলেন এনামুল হক জুনিয়র৷ নাঈম ভেঙে দিলেন সেই রেকর্ডও৷

সব মিলিয়ে অভিষেকে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের অষ্টম বোলার নাঈম৷ আট জনের ৫ জনই অফ স্পিনার!

এদিকে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ১৩৩ রানের লিড পেয়েছে বাংলাদেশ৷ দ্বিতীয় ইনিংসে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল৷ এর আগে প্রথম ইনিংসে ২৪৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ৷ প্রথম ইনিংসে ৩২৪ রান তুলেছিল বাংলাদেশ৷  দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা৷

এপিবি/এসিবি (ক্রিক ইনফো, ডেইলি স্টার)