1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাইরোবির হোটেলে জঙ্গি হামলা 

১৫ জানুয়ারি ২০১৯

কেনিয়ার রাজধানী নাইরোবিতে ফোরটিন রিভারসাইড ড্রাইভ কমপ্লেক্সে হামলা হয়েছে৷ চরমপন্থি জঙ্গি সংগঠন আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে৷ হামলায় এ পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর জানা গেছে৷

https://p.dw.com/p/3BbkM
Kenia Angriff auf Hotel in Nairobi
ছবি: Getty Images/AFP/S. Maina

পুলিশ এখন পর্যন্ত হামলার বিস্তারিত জানাতে পারেনি। তবে বার্তা সংস্থাগুলো জানিয়েছে, সোমালিয়ার ইসলামপন্থি জঙ্গি দল আল শাবাব এক বিবৃতিতে এই হামলায় তাদের সংশ্লিষ্টতা স্বীকার করেছে৷ হামলার কিছুক্ষণের মধ্যেই আল শাবাব এই বিবৃতি দেয়৷

নাইরোবির পুলিশের অফিশিয়াল টুইটার আইডি থেকে এক বার্তায় বলা হয়েছে, ‘‘হামলাস্থলে পুলিশ ও বিশেষ নিরাপত্তাবাহিনী কাজ করছে৷ যে-কোনো তথ্যের জন্য এই আইডিতে নজর রাখুন৷ কিন্তু অনিশ্চিত কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে৷''

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো জানায়, ঘটনাস্থলে বেশ কয়েকটি লাশ ও ছিন্নভিন্ন দেহ দেখা গেছে৷  

ইতোমধ্যে কেনিয়ার কয়েকটি হাসপাতাল নাগরিকদের প্রতি আহতদের রক্ত দেয়ার আহ্বান জানিয়েছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক উদ্ধারকর্মী জানান, হাসপাতালে নেওয়ার পথে দু'জন মৃত্যুবরণ করেছেন৷ 

কেনিয়ার ‍পুলিশের মুখপাত্র চার্লস ওইনো বলেন, হামলার পরপরই সেখানে  সশস্ত্র নিরাপত্তা বাহিনী অবস্থান নিয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে৷ তবে রাত নেমে এলেও হামলাকারীদের অবস্থান, কিংবা তারা মারা গেছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানায়নি পুলিশ৷

ফোরটিন রিভারসাইড ড্রাইভ কমপ্লেক্স নামে একটি হোটেল ছাড়াও ব্যাংক ও আরো কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে৷ হামলার পরপরই কমপ্লেক্সের বাইরের গাড়িগুলোতে আগুন দেখা যায়৷ অগ্নিনির্বাপক কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে আনে৷ অন্যদিকে টুইটারসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের দৃশ্যসহ, সামরিক বাহিনীর তৎপরতা ও উদ্ধারকর্মী ও উদ্ধারকৃতদের নানারকম ছবি দেখা যায়৷

উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে আল শাবাব নাইরোবির ওয়েস্টগেট মলে হামলা চালায়৷ দিনব্যাপী হামলা ও পাল্টা হামলার সে ঘটনায় ৬৭ জন নিহত হয়৷

এফএ/এসিবি (এপি, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য