1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাইজেরিয়ায় বিস্ফোরণে মৃত ৩০

৭ জানুয়ারি ২০২০

নাইজেরিয়ায় বিস্ফোরণে মারা গেলেন কমপক্ষে ৩০ জন৷ ক্যামেরুন সীমান্তের শহরে ভিড়ে ঠাসা বাজারে জঙ্গিদের রেখে দেওয়া বোমা বিস্ফোরণে আহত কমপক্ষে ৩৫৷

https://p.dw.com/p/3Vnyh
ছবি: picture-alliance/dpa/D. Yake

একদিকে নাইজেরিয়ার শহর গ্যামবরু, অন্যদিকে ক্যামেরুনের ফটোকল৷ দুই শহরকে যুক্ত করেছে একটি সেতু৷ সেখানেই বাজার৷ ভিড়ে ঠাসা বাজারেই বিস্ফোরণ হয়। নিহত হয়েছেন অন্তত ৩০ জন৷ অনেকদিন ধরেই জঙ্গি গোষ্ঠীগুলি এই অঞ্চলে সামরিক ও অসামরিক গুরুত্বপূর্ণ জায়গায় আক্রমণ শানাবার চেষ্টা করেছে৷  হতাহতের মধ্যে নাইজেরিয়া ও ক্যামেরুন দুই দেশের লোকই আছেন৷

ক্যামেরুনের ওই অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ''এক যুবক লোহার বল মনে করে বিস্ফোরক হাতে তুলে নেয়৷ তারপরই বিস্ফোরণ হয়৷'' 

জঙ্গি গোষ্ঠীগুলি ২০১৪ থেকে এই এলাকায় আঘাত হানার চেষ্টা করছে৷ সেই সময় বোকো হারাম গ্যামবরু ও তার কাছের শহর অবরুদ্ধ করে রেখেছিল৷ একমাস ধরে অবরোধ চলে৷  তারপর নাইজেরিয়ার সেনা আবার শহরের দখল নেয়৷  তাদের সাহায্য করে চাড৷ কিন্তু জঙ্গিরা তারপরেও বহুবার ক্ষেপণাস্ত্র হানার চেষ্টা করেছে৷ এ বার তাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে প্রাণ গেল ৩০ জন সাধারণ মানুষের৷ 

জিএইচ/এসজি(রয়টার্স, এপি, এএফপি)