1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নববর্ষের গান

৫ জানুয়ারি ২০১২

যুগ যুগ ধরে সুখ, শান্তি আর সমৃদ্ধি কামনা করে নববর্ষকে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন স্বাদে বাঁধা হয়েছে বহু গান৷

https://p.dw.com/p/13eY3
বার্লিনে ২০১২ সালের নববর্ষছবি: Reuters

বিশ্বব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা, আনন্দ আর ঝলমলে আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে বরণ করা হয় নতুন বছরকে৷ ৩১ ডিসেম্বরের মধ্যরাত থেকে পয়লা জানুয়ারির ভোরবেলা অবধি আনন্দ উৎসবে মেতে থাকে মানুষ৷ নববর্ষের ঐতিহ্যবাহী গানের মধ্যে ‘অল্ড লেইন সাইন' খুবই জনপ্রিয় একটি গান৷ অষ্টাদশ শতাব্দীতে রচিত স্কটিশ এই গান গেয়েছেন বহু খ্যাতিমান সংগীত শিল্পী৷ যেমন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মার্কিন সংগীত তারকা মারিয়া ক্যারি৷ আর খোদ রবীন্দ্রনাথ এই সুরের আদলে রচনা করেন তাঁর চিরায়ত হয়ে ওঠা সেই গান - ‘পুরানো সেই দিনের কথা...'৷

U2 in Barcelona
ইউ-টু গোষ্ঠীর গায়ক বোনোছবি: AP

১৯৮৩ সালে মুক্তি পায় বিখ্যাত ব্রিটিশ সংগীত গোষ্ঠি ইউ টু-এর অ্যালবাম ‘ওয়ার'৷ এই অ্যালবামের একটি হিট গান ‘নিউ ইয়ার্স ডে'৷ এই গান মূলত পোলান্ডের সেই সময়কার ‘সলিডারিটি' আন্দোলনকে উৎসর্গ ক'রে৷ ইউরোপ সহ বিশ্বের বহু দেশে হিট গানের তালিকায় প্রথমদিকে স্থান পায় এই গান৷

মার্কিন হিপ-হপ সংগীত গোষ্ঠী ‘ব্ল্যাক আইড পিজ' পশ্চিমের বর্তমান তরুণ সমাজে অত্যন্ত জনপ্রিয়৷ ২০০৪ সালে প্রকাশিত তাদের অ্যালবাম ‘লেটস গেট ইট স্টার্টেড' স্বাগত জানায় ২০০৫ কে৷ সে বছর এই অ্যালবামের জন্য সেরা সঙ্গীত গোষ্ঠী হিসেবে গ্র্যামি পুরস্কারে ভূষিত হয় ‘ব্ল্যাক আইড পিজ'৷

বিশ্বখ্যাত সুইডিশ শিল্পী গোষ্ঠী ‘আবা'র ‘হ্যাপি নিউ ইয়ার' একটি অত্যন্ত জনপ্রিয় গান৷ ১৯৮০ সালে ‘সুপার ট্রুপার' অ্যালবামের মধ্য দিয়ে এই গান প্রথম প্রকাশ পেলেও ১৯৯৯ সালে মুক্তি পায় তার ইংরেজি সংস্করণ৷ আজো চির সবুজ হয়ে আছে এই গান৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য