1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নন্দনের অতিথি গৌতম ঘোষ

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়২৮ এপ্রিল ২০০৮

পদ্মা নদীর মাঝি খ্যাত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ তাঁর অভিজ্ঞতার কথা বলছিলেন৷

https://p.dw.com/p/Dq2e

গত সপ্তাহে দুদিনের জন্য বন এবং সেইসঙ্গে ডয়চে ভেলে ঘুরে গেলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ৷ ডয়চে ভেলে অডিটোরিয়ামে সেদিন দেখানো হল গৌতমের নির্দেশিত অসামান্য এক তথ্যচিত্র প্রয়াত সানাইশিল্পী বিসমিল্লা খানের জীবন ঘিরে - সঙ্গদিল সে মুলাকাত৷ ছবিটি দেখা হয়ে যাবার পর দর্শকদের নানান আগ্রহী প্রশ্নের উত্তর দিলেন খোদ পরিচালক গৌতম ঘোষ৷ এরই মধ্যে এক ফাঁকে নন্দনের জন্য একটা চমত্‌কার সাক্ষাত্‌কারও দিয়ে দিলেন তিনি স্টুডিওয়৷