নতুন মন্ত্রিসভা নিয়ে পাঠকদের মতামত | পাঠক ভাবনা | DW | 08.01.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

নতুন মন্ত্রিসভা নিয়ে পাঠকদের মতামত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হলো৷ এ নিয়ে পাঠকরা নানা মন্তব্য করেছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায়, করেছেন সমালোচনাও৷ 

ডয়চে ভেলের পাঠক মো. সাদেক মিয়া চান বাংলাদেশের দেশের মানুষ শান্তিতে থাক৷ আর সে কথাই তিনি ফেসবুক পাতায তুলে ধরেছেন এভাবে,‘‘ আমি আওয়ামী লীগের বিরুদ্ধে, তারপরও বাংলাদেশের নাগরিক হিসাবে বলি, আমার খুব পছন্দ হয়েছে৷ আমার মনে হয়, মাননীয় প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেধা কাজে লাগানো হয়েছে৷ আমি আশা করি বাংলাদেশের উন্নয়নে কাজে লাগবে৷  আওয়ামীলীগ বা আপনারা সব সময় ক্ষমতায় থাকেন আপত্তি নাই৷ কিন্তু জনগণকে শান্তিতে থাকতে দিয়েন৷''

‘‘মাননীয় প্রধানমন্ত্রী সুচতুর এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছেন নতুন মন্ত্রিসভা গঠনে৷ এখন নতুনত্ব এনে জাতিকে ভালো কিছু দিতে চাইছেন, যদি নতুনরা দুর্নীতির বাইরে থেকে প্রধানমন্ত্রীর মান রক্ষা করতে পারেন, তাহলে প্রধানমন্ত্রী শতভাগ সফল হবেন৷'' এই মন্তব্য করেছেন পাঠক জাহাঙ্গীর আলম৷

শামীম সুবর্ণার স্বপ্ন, ‘‘২০১৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রত্যেক জেলায় জনবলে পুলিশদের ২০০ এএসআই  এবং এস আই পরীক্ষায় বিবাহিতরাও অংশগ্রহন করতে পারবে - এ ঘোষণা দিতেন তাহলে এ জীবনে আর কিছু চাওয়ার ছিল না৷''

তবে ভিন্নমত পাঠক মাহবুব আলম রিয়াজের৷ তিনি লিখেছেন,‘‘ যারা ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় আসে তাদেরকে কিছু বলার নাই৷''

আর মো.হোসেন কিসলু লিখেছেন, ‘‘ সব কিছুই ম্লান, গণতন্ত্র ছাড়া৷ একটি রাষ্ট্রের সর্বপ্রথম গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত গণতন্ত্রের কথা, এই গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল।''

অন্যদিকে পাঠক তাসিন রহমান শরীফ দুঃখ করে লিখেছেন,  ‘‘জীবনে প্রথম ভোটার হয়েও ভোট দিতে পারি নাই, ডয়চে ভেলেকে আর কি মতামত দেবো৷  মতামতের মূল্য আমি ভোটের দিনই বুঝে গেছি৷''

‘‘মতামত দিলেই কী,  না দিলেই কী? সাধারণ মানুষের মতামতের কি কোনো মূল্য আছে?'' এই মন্তব্যটি পাঠক সুমন বাবুর৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা : আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন