1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন ভাইরাসে মৃত্যু

৩ মে ২০১৩

সার্স ভাইরাসের মতো নতুন এক ভাইরাসের সংক্রমণে পাঁচ সৌদি নাগরিক মারা গেছেন৷ ২০১২ সালে এইচসিওভি নামক এই ভাইরাসের প্রাদুর্ভাবের পর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৬৷ সৌদি আরব ছাড়াও জর্ডান, জার্মানি এবং ব্রিটেনে কয়েকজন মারা গেছেন৷

https://p.dw.com/p/18Qnk
ছবি: picture-alliance/AP

সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি পাঁচজন প্রাণ হারানো ছাড়াও আরো দু'জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন হাসপাতালে রয়েছেন৷ তাদেরকে নিবিড় যত্নে রাখা হয়েছে৷ সৌদি আরবের তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলের আহসা অঞ্চলে ভাইরাস আক্রান্তদের চিকিৎসা চলছে৷

বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে আরো বলা হয়েছে যে, আক্রান্ত রোগীদের সঙ্গে সম্পৃক্তদের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে৷

এদিকে জেনেভা নির্ভর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত মার্চ মাসে জার্মানিতে মারা যাওয়া ব্যক্তির বয়স ছিল ৭৩ বছর৷ সৌদি এই নাগরিক জার্মানিতে আসার আগে পাকিস্তান এবং সৌদি আরব সফর করেন৷ তাঁকে আবু ধাবি থেকে জার্মানিতে পাঠানো হয়েছিল৷

গত বছর মধ্যপ্রাচ্যে প্রকাশ ঘটার আগ অবধি নতুন এই ভাইরাসটি সম্পর্কে মানুষের কিছু জানা ছিল না৷ এটি মূলত শ্বাসকষ্ট সৃষ্টি করে এবং দ্রুত কিডনি বিকল করে দেয়৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, নতুন এই ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির কোনো আশঙ্কা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না৷ স্বাস্থ্যঝুঁকির মাত্রা এখনো নিশ্চিত না হওয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাটি৷

উল্লেখ্য, ২০০৩ সালে সার্স ভাইরাসের প্রাদুর্ভাবে চীনে মারা গেয়েছিল আটশ'র বেশি মানুষ৷ নতুন প্রকাশ হওয়া ভাইরাসটির সঙ্গে সার্সের মিল খুঁজে পাচ্ছেন বিজ্ঞানীরা৷ তবে এই বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি৷

এআই/ডিজি (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য