1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিকস শীর্ষ সম্মেলন

২৯ মার্চ ২০১২

‘রাজনীতি যাতে উন্নয়নের পথে বাধা না হয়' - ‘ব্রিকস' গোষ্ঠীভুক্ত পাঁচটি দেশের শীর্ষ সম্মেলনে যোগদানকারী সরকার ও রাষ্ট্রপ্রধানগণ গোটা বিশ্বকে সেই বার্তাই দিলেন আজ৷ ডাক দিলেন আর্থিক সঙ্কট মোকাবিলায় একজোট হয়ে কাজ করার৷

https://p.dw.com/p/14UbZ
ছবি: AP

অর্থনৈতিক উন্নয়ন এবং বাণিজ্যিক লেনদেন প্রসারিত করার মাধ্যমে আন্তর্জাতিক আর্থিক মন্দার মোকাবিলা করার ডাক দিয়ে শুরু হয় নতুন দিল্লির চতুর্থ ‘ব্রিকস' শীর্ষ সম্মেলন৷ পাঁচটি দেশ নিয়ে গঠিত ‘ব্রিকস' রাষ্ট্রগোষ্ঠীতে আছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা৷

বিশ্বের ৪০ শতাংশ মানুষের বাস এ দেশগুলোতে৷ যদিও বিশ্ব বাণিজ্যের মাত্র ৩০ শতাংশ আসে দেশগুলি থেকে৷

BRIC Medwedew
‘ব্রিকস' শীর্ষ সম্মেলনে রাশিয়ার বিদায়ী প্রেসিডেন্ট মেদভেদেভছবি: picture alliance/dpa

সম্মেলনের শুরুতে তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বলেন, ‘‘রাজনৈতিক অস্থিরতা যাতে ব্রিকসভুক্ত দেশের উন্নয়নের অন্তরায় না হয়, তা সুনিশ্চিত করা আমাদের লক্ষ্য৷'' এছাড়া, আন্তর্জাতিক সন্ত্রাস দমনে যৌথ উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী৷ পাশাপাশি জোর দেন এনার্জি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার৷

প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং মনে করেন, ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইওরোপীয় ইউনিয়নের সংঘাত বাড়লে বিশ্ব বাজারে তেলের দাম অত্যধিক মাত্রায় বেড়ে যাবে৷ মারাত্মক অর্থনৈতিক সংকটও দেখা দিতে পারে গোটা অঞ্চলে৷

ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলির সংঘাতে দক্ষিণ-পশ্চিম এশিয়ার রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে ক্রমশই৷ ইরান থেকে তেল আমদানির ক্ষেত্রে পশ্চিমা দেশগুলির নিষেধাজ্ঞা মানতে ‘ব্রিকস' দেশগুলি বাধ্য নয়৷ তাই প্রধানমন্ত্রীর বক্তব্যে ছিল জাতিসংঘ, বিশ্ব ব্যাঙ্ক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো আন্তর্জাতিক সংস্থাগুলির সংস্কার৷

সম্মেলনে দু'টি চুক্তি সই হয়৷ একটি, বাণিজ্যিক লেনদেন আরো বাড়াতে ব্রিকসভুক্ত দেশ ও অন্যান্য বিকাশমুখী দেশ নিয়ে বহুপাক্ষিক সাউথ-সাউথ উন্নয়ন ব্যাঙ্ক গঠন সংক্রান্ত৷ অন্যটি, স্থানীয় মুদ্রায় ব্যবসা-বাণিজ্য চালাতে ব্যবসায়ী মহলকে ঋণদানের নীতি সংক্রান্ত৷ ডলার এবং ইউরোর মোকাবিলায় একটি শক্তিশালী আঞ্চলিক মুদ্রা ব্যবস্থা গড়ে তোলার কথাও বলা হয় এ সম্মেলনে৷

শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন অন্য নেতারাও৷ জানা যায়, সম্মেলন শেষে প্রকাশিত হবে দিল্লি ঘোষণাপত্র৷ তাতে থাকবে ‘ব্রিকস' গোষ্ঠীর ভবিষ্যত দিকনির্দেশনা৷

ওদিকে, এই সম্মেলন উপলক্ষ্যে চীনের প্রেসিডেন্ট হু-জিনতাও'এর বিরুদ্ধে ভারতে বসবাসকারী তিব্বতিরা বিক্ষোভ দেখায়৷ পুলিশ বহু তিব্বতিকে আটক করে৷ এমনকি হু-জিনতাও আসার আগের দিন, একজন তিব্বতি যুবক তিব্বতের স্বায়ত্তশাসনের দাবিতে গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতি দেয়৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য