1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন চমক ক্যাথরিন বিগেলো

২৫ ফেব্রুয়ারি ২০১০

চলচ্চিত্র জগতে শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ ছবির পুরস্কার দিতে গেলে দেখা যায় স্টেজে উঠে আসছেন একজন বা কয়েকজন পুরুষ৷ বাফটায় ঘটলো ব্যতিক্রমী ঘটনা৷ শ্রেষ্ঠ পরিচালক এবং শ্রেষ্ঠ ছবির পুরস্কার নিলেন ক্যাথরিন বিগেলো৷

https://p.dw.com/p/MBEC
বাফটায় ইতিহাস গড়লেন ক্যাথরিন বিগেলোছবি: AP

২১শে ফেব্রুয়ারি লন্ডনের কভেন্ট গার্ডেনে অনুষ্ঠিত হল বাফটা বা ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম এন্ড টেলিভিশন আর্ট্স অ্যাওয়ার্ড৷ সেখানে চমক দেখালেন একজন মার্কিন মহিলা, সৃষ্টি করলেন ইতিহাস৷ তিনি চলচ্চিত্র পরিচালক ক্যাথরিন বিগেলো৷

ছবির নাম ‘দ্য হর্ট লকার'৷ যুদ্ধভিত্তিক ছবি৷ ইরাক৷ সেখানে কি হচ্ছে তা আমরা সবাই জানি কিন্তু সেটা ছবির মূল ঘটনা নয়৷ মার্কিন একটি বম্ব স্কোয়াডের কাজ হচ্ছে মাটিতে পুঁতে রাখা বোমা খুঁজে বের করা, আশেপাশের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া এবং বোমাগুলো নিষ্ক্রিয় করা৷ দেখানো হয়েছে শুধু যুদ্ধ নয় শান্তি প্রতিষ্ঠার জন্যও প্রয়োজন সেনা৷ শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার ক্যাথরিন বিগেলো গ্রহণ করেন অভিনেতা ক্লাইভ ওয়েনের কাছ থেকে৷ পুরস্কার হাতে নিয়ে তিনি বললেন, আমরা স্বপ্নেও ভাবিনি এই ছবিটি পুরস্কার পাবে৷ এই সম্মান পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত৷ এটি সত্যিকার অর্থেই বিরল একটি সম্মান৷ তবে আমার মনে হয় ছবিতে যারা অভিনয় করেছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করাও আমাদের দায়িত্ব৷ এছাড়া যিনি ছবির কাহিনী লিখেছেন, তিনি নিজে ইরাকে গিয়ে সবকিছু নিজের চোখে দেখেছেন, জীবনের ঝুঁকি নিয়েছেন, প্লট সাজিয়েছেন৷ শান্তি প্রতিষ্ঠার প্রতিটি স্বতঃস্ফূর্ত উদ্যোগকে এই পুরস্কারটি আমি উৎসর্গ করতে চাই ৷

Szenenbild aus dem Film Tödliches Kommando
ছবির মূল চরিত্র - বম্ব স্কোয়াডের একজন সদস্যছবি: 2009 Concorde Filmverleih GmbH

বলা প্রয়োজন, ক্যাথরিন বিগেলোই হচ্ছেন প্রথম মহিলা যিনি পরিচালক হিসেবে বাফটা পুরস্কার পেলেন৷ এর আগে কোন মহিলা পরিচালক এই পুরস্কারে ভূষিত হননি৷ বাফটার কিছুদিন আগেই ক্যাথরিন বিগেলো পেয়েছেন ডিরেক্টর্স গিল্ড অফ অ্যামেরিকা এ্যাওয়ার্ড এবং সেখানেও তিনিই প্রথম৷ ছবি ‘দ্য হর্ট লকার'৷ এখানেই শেষ নয় আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান৷ সেখানে পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন ক্যাথরিন বিগেলো৷ সঙ্গে ‘দ্য হর্ট লকার'৷ তিনি মনোনয়ন পেয়েছেন শ্রেষ্ঠ পরিচালকের৷ এর আগে মাত্র তিন জন মহিলা শ্রেষ্ঠ পরিচালক হিসেবে অস্কার মনোনয়ন পেয়েছিলেন৷ তবে কেউই পুরস্কার পাননি৷ ক্যাথরিন বিগেলো হচ্ছেন চতুর্থ মহিলা পরিচালক যিনি মনোনয়ন পেলেন৷ অস্কার জেতার জন্য ক্যাথরিন বিগেলোকে ৯টি ক্ষেত্রে মনোনয়ন দেয়া হয়েছে৷

Szenenbild aus dem Film Tödliches Kommando
ইরাকে ছবি পরিচালনায় ব্যস্ত ক্যাথরিন বিগেলোছবি: 2009 Concorde Filmverleih GmbH

গত সপ্তাহান্তে অনুষ্ঠিত বাফটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্যাথরিন বিগেলোর ‘দ্য হর্ট লকার' কুড়িয়েছে ৬টি পুরস্কার৷ শ্রেষ্ঠ ছবি, চিত্রনাট্য, ক্যামেরা, সম্পাদনা এবং শব্দ সংযোজন - প্রতিটি ক্ষেত্রেই ‘দ্য হর্ট লকার' এবং ক্যাথরিন বিগেলো চমক দেখিয়েছেন৷ বাফটার ইতাহাসে সোনার অক্ষরে লেখা থাকবে ক্যাথরিন বিগেলোর নাম৷ তিনি উচ্ছাসের সঙ্গে জানান, আমিই প্রথম পরিচালক হিসেবে বাফটা জিতলাম, আমি আশা করছি আমিই শেষ মহিলা নই৷ আমরা মহিলা পরিচালকরা কাজ করছি, চেষ্টা করছি৷ এই পুরস্কার তার-ই প্রমাণ৷ এই পুরস্কার সবার মধ্যে আশার আলো জাগাবে৷ অন্ধকারে নিঃসন্দেহে এই পুরস্কার উদ্ভাসিত এক আলো৷

বিশ্বখ্যাত অভিনেতা ডাস্টিন হফম্যানের হাত থেকে ক্যাথরিন বিগেলো নেন শ্রেষ্ঠ ছবির পুরস্কারটি৷

Szenenbild aus dem Film Tödliches Kommando
বম্ব স্কোয়াডের মূল সদস্য - জেরেমি রেনারছবি: 2009 Concorde Filmverleih GmbH

একজন মহিলা পরিচালক মানেই ছবিটি হবে রোমান্টিক৷ কিন্তু তা ভুল প্রমাণ করেছেন ক্যাথরিন বিগেলো৷ পুরস্কার পাওয়ার পর তাঁকে প্রশ্ন করা হয়েছিল, একজন মহিলা অ্যাকশন ছবি পরিচালনা করছেন৷ প্রেরণা কোথা থেকে পেয়েছেন ? এর উত্তরে ক্যাথরিন বিগেলো জানান,

আমার মনে হয় ছবি বা চলচ্চিত্রের অসাধারণ ক্ষমতা রয়েছে অসংখ্য জিনিস দেখানোর৷ অনেক জায়গায় নিয়ে যাওয়ার৷ যে সব অভিজ্ঞতা বাস্তবে অর্জন করা সম্ভব নয় বা আমরা করতে চাই না ছবির মধ্যে তা সহজেই অনুভব করা যায়৷ কোন কোন ক্ষেত্রে ভয়ও প্রচন্ডভাবে কাজ করে৷ দ্যা হর্ট লকারের ক্ষেত্রে যা হয়েছে ত হল মার্ক বোল যিনি ছবির কাহিনী লিখেছেন - তিনি সশরীরে বাগদাদে উপস্থিত ছিলেন৷ বেশ কিছু বম্ব স্কোয়াডকে তিনি কাছ থেকে দেখেছেন৷ তিনি দেখেছেন কিভাবে সেনারা আতংকিত অবস্থায় দিন কাটায়- সেটাই তিনি দেখাতে চেয়েছেন ছবিতে৷

ছবিতে যারা অভিনয় করেছেন তারা সবাই এ ধরণের চরিত্রে নতুন৷ খুব পরিচিত মুখ আমরা পাইনি৷ কেন ?

Szenenbild aus dem Film Tödliches Kommando
দ্য হর্ট লকার ছবির আরেকটি দৃশ্যছবি: 2009 Concorde Filmverleih GmbH

আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল চলচ্চিত্র জগতে নতুন কিছু ট্যালেন্ট খুঁজে বের করা৷ প্রচলিত বা গতবাঁধা ছবির ফ্রেম থেকে তাদের বের করে আনা৷ যারা অভিনয় করেছেন তাদের অনেকেই জনপ্রিয়, অত্যন্ত ভাল অভিনেতা৷ অথচ মূল চরিত্রে এদেরকে আমরা কখনোই পাইনি৷ আমার ভিতরে এক ধরণের উত্তেজনা কাজ করছিল, যে সত্যিকার অর্থে চরিত্রগুলো তারা ফুটিয়ে তুলতে পারবে কী ? বলতেই হচ্ছে তারা অত্যন্ত ভাল করেছে৷ মৌলিক, একেবারে স্বাভাবিক৷

মার্ক বোল যিনি ছবির কাহিনী রচনা করেছেন তিনি জানালেন - কেন এই কাহিনী, কেন সেনাদের নিয়ে এই গল্প ? মার্ক বোল জানালেন, ছবিতে সাহসী কিছু সেনাকে দেখানো হয়েছে৷ খুব সম্ভবত পৃথিবীতে সবচেয়ে রোমহর্ষক কাজ করছেন বম্ব স্কোয়াডের সদস্যরা৷ প্রতিদিনই তারা প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে পড়ছেন বোমা নিষ্ক্রিয় কতে৷ এবং তা শুধুমাত্র সেনাদের নিরাপত্তার জন্য নয় ইরাকের নাগরিকদেরও জীবন বাঁচানো হচ্ছে এর মধ্যে দিয়ে৷ ছবিটি রাজনৈতিক কোন ছবি নয়৷ সেখানে তুলে ধরা হয়েছে যুদ্ধক্ষেত্রের বাস্তব ছবি৷ সত্যিকারের হিরো কারা সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে৷ ভীতি, আতংক, উত্তেজনা, আনন্দ - সবকিছুর সংমিশ্রণে তৈরি করা হয়েছে ‘দ্য হর্ট লকার'৷

Filmszene Avatar
বাফটায় অবতার ছিল ম্লানছবি: 2009 Twentieth Century Fox

আরেকটি তথ্য না দিলেই নয়৷ তা হল ক্যাথরিন বিগেলো হচ্ছেন টার্মিনেটর, টাইটানিক এবং অবতার খ্যাত বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের সাবেক স্ত্রী৷ দু জনেই এবার মাঠে নেমেছেন শ্রেষ্ঠ পরিচালকের মুকুট কেড়ে নিতে৷ দেখা যাক কী হয় ! অস্কার বিতরণী অনুষ্ঠানে পছন্দের তালিকায় রয়েছেন সাবেক স্বামী বনাম সাবেক স্ত্রী - জেমস ক্যামেরন বনাম ক্যাথরিন বিগেলো অর্থাৎ ‘অবতার' বনাম ‘দ্য হর্ট লকার'৷

প্রতিবেদক: মারিনা জোয়ারদার

সম্পাদনা : আবদুল্লাহ আল-ফারূক