1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন কিছু ভালো ছবি উপহার দিতে চান পরিচালক নির্ঝর

১৬ জানুয়ারি ২০১২

বাংলাদেশের প্রখ্যাত স্থপতি ও চলচ্চিত্র পরিচালক এনামুল করিম নির্ঝর৷ তিনি বেশ কিছু প্রামাণ্য চিত্র নির্মাণ করার পর ২০০৭ সালে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন৷ ছবিটি মিউনিখ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়৷

https://p.dw.com/p/13k0C
Ein Szene aus dem Film 'Aha' von Enamul Karim Nirjhar, Berühmter Regisseur ausBangladesch Datum: 17.11.2007 Eigentumsrecht: www.ahathefilm,com, (Besitzer Enamul Karim Nirjhar, Regisseur) Dhaka, Bangladesch
‘আহা’ ছবির একটি বিশেষ দৃশ্যছবি: Enamul Karim Nirjhar

একজন স্থপতি হয়েও ছবি নির্মাণের সাথে নিজেকে জড়িয়ে রাখার প্রেক্ষাপট সম্পর্কে এনামুল করিম নির্ঝর বলেন, ‘‘আসলে স্থাপত্য এবং যাপন দুটো একই জিনিস৷ আমি যাপন বলতে জীবন যাপনের কথা বোঝাতে চাই৷ আর সিনেমাটা আমার দৃষ্টিতে জীবন৷ ফলে সিনেমা এবং স্থাপত্য এই দু'টির সমন্বয়ই জীবন যাপন৷ ফলে আমার কাছে এ দু'টি বিষয়কে আলাদা কিছু বলে মনে হয়নি৷ আবার একজন মানুষ তো সবসময় একভাবেই শ্বাস-প্রশ্বাস নেয় না৷ বরং প্রত্যেকটা নিঃশ্বাস ভিন্নরকম হতে পারে৷ তাছাড়া মানুষের সবচেয়ে ভালো বন্ধু হলো দু'টি হাত৷ একটি ডান হাত আর অপরটি বাম হাত৷ তো আমার কাছে মনে হয় স্থাপত্য আর চলচ্চিত্র আমার দু'টি হাত৷''

Enamul Karim Nirjhar, Berühmter Regisseur aus Bangladesch Text:   Enamul Karim Nirjhar, Berühmte Regisseur von Bangladesch Datum: 24.08.2011 Eigentumsrecht: Enamul Karim Nirjhar, Dhaka, Bangladesch
পরিচালক ও স্থপতি এনামুল করিম নির্ঝরছবি: Enamul Karim Nirjhar

২০০১ সাল থেকেই প্রামাণ্য ছবি তৈরি করে আসছেন পরিচালক নির্ঝর৷ তবে ২০০৭ সালে মুক্তি পেয়েছে তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘আহা'৷ এই ছবি সম্পর্কে তিনি বলেন, ‘‘প্রামাণ্য চিত্রের কাজ আমি আগে থেকে করলেও চলচ্চিত্র জগতে কাজ করার জন্য আমার সামনে দরজা খুলে দিয়েছে এই ছবিটি৷ এটির মহরত হয়েছিল মিউনিখে এবং এরপর বিভিন্ন উৎসবে গেছে ছবিটি৷''

Ein Szene aus dem Film 'Nomuna' von Enamul Karim Nirjhar, Berühmter Regisseur aus Bangladesch Datum: 22.06.2009 Eigentumsrecht: www.nomunathefilm,com, (Besitzer Enamul Karim Nirjhar, Regisseur) Dhaka, Bangladesch
পরিচালক এনামুল করিম নির্ঝরের তৈরি অপর ছবি ‘নমুনা’র একটি দৃশ্যছবি: Enamul Karim Nirjhar

চলচ্চিত্র জগতে তাঁর নতুন কাজ সম্পর্কে এনামুল করিম নির্ঝর বললেন, ‘‘আমি ‘আহা'র পরে আরেকটি ছবি করেছি৷ কিন্তু ছবিটি মুক্তির জন্য সেন্সর বোর্ডের অনুমতির অপেক্ষায় রয়েছে৷ ছবিটি আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে তৈরি৷ আমি ছবিটিতে একটি রূপক গল্পের আশ্রয় নিয়েছি৷ তবে ছবিটির বেশ কিছু অংশ আমাকে বদলে ফেলতে বলা হয়েছে৷ কিন্তু প্রযুক্তিগত কারণে তা সম্ভব হচ্ছে না৷ এখন আমি একসাথে নতুন করে বেশ কয়েকটি কাজের কথা ভাবছি৷ তবে প্রথম দু'টি কাজ একটু তাড়াহুড়োর মধ্যে করেছি৷ কিন্তু সামনের ছবিগুলোর জন্য বেশ ভালো প্রস্তুতি নিয়েছি৷ আশা করি সেগুলো বেশ ভালো কাজ হবে৷''

সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য