1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিউত্তর কোরিয়া

নতুন অস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

১৭ এপ্রিল ২০২২

পরমাণু অস্ত্রের সক্ষমতা বাড়াতে এবার নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া৷ রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এমন তথ্য জানিয়েছে৷

https://p.dw.com/p/4A2fL
ছবি: Korea News Service/AP/picture alliance

চলতি বছর একের পর এক অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া, যার মধ্যে এমনকি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল৷ ২০১৭ সালের পর এ ধরনের অস্ত্রের প্রথম পরীক্ষা ছিল এটি৷ এবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার আগে কৌশলগত পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে দেশটি৷

উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘নতুন এই অস্ত্রের ফলে দূর পাল্লার আর্টিলারি ইউনিটের যুদ্ধ সক্ষমতা উন্নত হয়েছে এবং ‘কৌশলগত পরমাণু অপারেশনের' নৈপুণ্য বৃদ্ধি পেয়েছে৷''

প্রতিবেদনে অস্ত্রের পরীক্ষা সফল হয়েছে উল্লেখ করা হলেও কোথায় এবং কখন তা চালানো হয়েছে সেটি বলা হয়নি৷ তবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার তারা দুইটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যেগুলো ভূমি থেকে ২৫ কিলোমিটার উপর দিয়ে ১১০ কিলোমিটার পর্যন্ত উড়ে যায়৷ 

উল্লেখ্য, একদিন আগেই প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের ১১০তম জন্মদিন পালন করেছে উত্তর কোরিয়া৷ পর্যবেক্ষকরা ধারণা করেছিলেন বড় ধরনের পরীক্ষা বা সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে দিবসটি পালন করবে পিয়ংইয়ং৷ তবে অস্ত্র পরীক্ষা চালালেও এ উপলক্ষে কুচকাওয়াজ আয়োজনের খবর পাওয়া যায়নি৷

বিশেষজ্ঞদের কারো কারো ধারণা, পরীক্ষা চালানো অস্ত্রটি নতুন ধরনের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র৷ উত্তর কোরিয়ার সংবাদপত্র রডং সিনমুন এ প্রকাশিত ছবিতে দেশটির নেতা কিম জং উনকে অস্ত্র উৎক্ষেপণ কার্যক্রম পর্যবেক্ষণ করতে দেখা গেছে৷ কেসিএনএ এর প্রতিবেদনে বলা হয়েছে কিম দেশটির সামরিক গবেষণা দলকে প্রতিরক্ষা ব্যবস্থা এবং পরমাণু যুদ্ধ বহরকে সক্ষমতা আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন৷

এদিকে স্যাটেলাইটের ছবিতে উত্তর কোরিয়ার পুঙ্গে-রি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রে নতুন কার্যকলাপের ইঙ্গিত পাওয়া গেছে৷ ২০১৮ সালে ট্রাম্প-কিম বৈঠকের আগে এই স্থাপনাটি ধ্বংসের কথা জানিয়েছিল পিয়ংইয়ং৷  

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের ধারণা, উত্তর কোরিয়া খুব দ্রুতই পরমাণু অস্ত্রের পরীক্ষাও চালাতে পারে৷ 

এফএস/এপিবি (এএফপি, রয়টার্স)