1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিকা নিয়ে বড় সুখবর

৮ সেপ্টেম্বর ২০২১

হাতে গোণা কয়েকটি দেশ বেশির ভাগ টিকা কিনে নেয়ায় অনেক দেশ করোনা সংকট মোকাবেলা করতে পারছিল না৷ তাদের জন্য স্বস্তির খবর- কোনো দেশকে আর টিকা মজুদ করতে হবে না, সবার জন্যই সহজলভ্য হতে চলেছে টিকা৷

https://p.dw.com/p/404gJ
Kuba | Covid-19 Impfung für Kinder
ছবি: Ramon Espinosa/AP Photo/picture alliance

অনেক দেশের জন্য করোনা টিকার প্রথম ডোজই নিশ্চিত করা যাচ্ছে না এবং সে কারণে সংকট আরো বাড়ছে দেখে ধনী দেশগুলোকে সেপ্টেম্বর মাস শেষ না হওয়া পর্যন্ত ‘বুস্টার ডোজ' কার্যক্রম স্থগিত রাখতে বলেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)৷ ডাব্লিউএইচও-র প্রধান টেড্রস অ্যাডহানম বলেছিলেন, ‘‘বিশ্বের সব দেশের অন্তত শতকরা ১০ ভাগ মানুষের টিকা প্রাপ্তি নিশ্চিত করার স্বার্থে সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত বুস্টার স্থগিত রাখার আহ্বান জানাচ্ছে ডাব্লিউএইচও৷'' যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে নাগরিকদের অতিরিক্ত এক ডোজ টিকা দেয়ার পরিকল্পনা করার কারণেই এ আহ্বান জানাতে হয়েছিল তাকে৷

ধনী দেশগুলো ডাব্লিউএইচও-র আহ্বানে তখন সাড়া দেয়নি৷ তবে তাতে যেসব দেশ এখনো টিকা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, তাদের আশ্বস্ত করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অ্যাসোসিয়েশন (আইএফপিএমএ)৷ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর এই আন্তর্জাতিক সংস্থা মঙ্গলবার জানিয়েছে, এখন সারা বিশ্বে প্রতিমাসে প্রায় দেড়শ কোটি ডোজ করোনা টিকা উৎপাদন করা হচ্ছে৷ এফপিএমএ-র মহাপরিচালক  টমাস কুয়েনি বলেন, এ পর্যন্ত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো প্রায় সাড়ে সাতশ কোটি ডোজ টিকা তৈরি করেছে এবং ২০২১ সালের শেষ নাগাদ ১২০ কোটি ডোজ টিকা উৎপাদন করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে৷ আইএফপিএমএ মনে করে, এ বছর ১২০ কোটি করোনা টিকা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা গেলে টিকার ঘাটতি পূরণ হয়ে যাবে আর তখন ধনী দেশগুলোকে আর টিকা মজুদ করতে হবে না, গরিব দেশগুলোকেও থাকতে হবে না টিকাবঞ্চিত হবার শঙ্কায়৷

এসিবি/কেএম (ডিপিএ, এএফপি, রয়টার্স)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য