1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্রুত ছড়ালেও বেশি বিপজ্জনক নয় নতুন করোনা

২২ ডিসেম্বর ২০২০

খুব দ্রুত সংক্রমণ ছড়ায় করোনার এমন নতুন ধরন এসেছে ব্রিটেনে৷ ভাইরোলজিস্টরা বলছেন, এতে আতঙ্কের কিছু নেই, আগে যে টিকা আবিষ্কার করা হয়েছে তা নতুন এই স্ট্রেইনের বিরুদ্ধেও কাজ করবে৷ 

https://p.dw.com/p/3n6sP
ভাইরোলজিস্টরা মনে করছেন, নতুন এ করোনা দ্রত সংক্রামক হতে পারে, তার মানে এই নয় যে ভাইরাসটি বেশি বিপজ্জনকও হবে৷
ভাইরোলজিস্টরা মনে করছেন, নতুন এ করোনা দ্রত সংক্রামক হতে পারে, তার মানে এই নয় যে ভাইরাসটি বেশি বিপজ্জনকও হবে৷ছবি: Claudio Cruz/APF/Getty Images

ব্রিটেনের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, লন্ডন এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের একটা অংশে এমন এক করোনা ভাইরাস এসেছে যার সংক্রমণ-হার আগের কোভিড-১৯-এর চেয়ে অন্তত ৭০ ভাগ বেশি৷ করোনার নতুন এ ভ্যারিয়েন্ট বা ধরন আরো বিপজ্জনক আখ্যা দিয়ে লকডাউন আরো কঠোর করার সিদ্ধান্তও নিয়েছে সে দেশের কর্তৃপক্ষ৷

তবে ভাইরোলজিস্টরা মনে করছেন, নতুন এ করোনা দ্রত সংক্রামক হতে পারে, তার মানে এই নয় যে ভাইরাসটি বেশি বিপজ্জনকও হবে৷

আগেও এসেছে নতুন ভ্যারিয়েন্ট

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে ছয় মাস আগেও নতুন ধরনের একটি ধরনের সংক্রমণ লক্ষ্য করা গেছে৷ তারপর গত গ্রীষ্মে স্পেন থেকে শুরু হয়ে ইউরোপের প্রায় অর্ধেক এলাকা জুড়ে দেখা গেছে একটি ধরনের বিস্তার৷ ওই ধরনটির সংক্রমণ-হার বেশি ছিল, তবে বেশি বিপজ্জনক ছিল না৷ 

ব্রিটেনের নতুন ভাইরাসটি সম্পর্কে বার্লিনের চারিটে হাসপাতালের ভাইরোলজিস্ট ক্রিস্টিয়ান ড্রোস্টেন বলেন, এটা  অনেক আগেই ইউরোপে এসেছে৷ এই ভাইরাস ইংল্যান্ডে আছে গত সেপ্টেম্বর থেকে৷ তার মতে, জার্মানিতেও সংক্রমণ ছড়ানো শুরু করতে পারে এই ভাইরাস,  ‘‘এটা যে ইতিমধ্যে ইটালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং ডেনমার্কে এসেছে৷ তাই যদি হবে, তাহলে এখন জার্মানিতে আসবে না কেন?''

আলেক্সান্ডার ফ্রয়েন্ড/ এসিবি