1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দ্বিতীয়বার উইজডেন বর্ষসেরা শেবাগ

১৫ এপ্রিল ২০১০

২০০৪ সাল থেকে শুরু হয়েছে উইজডেন বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন৷ এর আগে এই খেতাব অর্জন করেছেন রিকি পন্টিং, শেন ওয়ার্ন, এন্ড্রু ক্লিনটফ, মুরালীথারান, জাক কালিস আর খোদ শেবাগ ৷

https://p.dw.com/p/MwVG
ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ডানদিকে বীরেন্দ্র শেবাগ (ফাইল ফটো)ছবি: AP

দ্বিতীয়বারের মতো উইজডেনের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ৷ ২০০৪ সাল থেকে শুরু হয়েছে উইজডেন বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন৷ এর আগে এই খেতাব অর্জন করেছেন, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, স্পিন যাদুকর শেন ওয়ার্ন এবং ইংলিশ অল রাউন্ডার এন্ড্রু ফ্লিনটফ, শ্রীলংকার মুরালীথারান, দক্ষিণ আফ্রিকার জাক কালিস আর শেবাগ নিজে৷

ভারতের উইকেট রক্ষক ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি উইজডেন সেরা টেস্ট দলে রয়েছেন৷ এই দলে আরো আছেন ভারতের চারজন, ইংল্যান্ডের তিনজন, অস্ট্রেলিয়ার দুজন এবং শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার একজন করে খেলোয়াড়৷ ২০০৯ সালে খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যের ওপর ভিত্তি করে এই দল তৈরি করা হয়৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম