1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশজুড়ে আন্দোলনে নামছেন ইমরান

২২ এপ্রিল ২০২২

ক্ষমতা হারানোর পর এখন নিজের শক্তিপ্রদর্শন করছেন ইমরান খান। দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন।

https://p.dw.com/p/4AGgB
ফাইল ছবি।
ফাইল ছবি। ছবি: Daniel Berehulak/Getty Images

লাহোরে বিশাল জনসভা করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানেই তিনি জানিয়ে দিলেন, পুরো দেশ যেন প্রস্তুত থাকে, তিনি এবার দেশজুড়ে আন্দোলনে নামবেন।

ইমরান সেই বিদেশি চক্রান্ত ও পাকিস্তানের সার্বভৌমত্ব ও স্বাভিমান রক্ষার দাবি তুলেই একের পর এক জনসভা করে যাচ্ছেন। পাকিস্তানের সংবাদপত্র 'দ্য ডন' জানাচ্ছে, লাহোরে বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া ছিল মনোরম। হালকা বৃষ্টি হয়। ইফতারের পর দলে দলে মানুষ সপরিবারে ইমরানের জনসভায় যোগ দেন। ইমরান যখন মঞ্চে ওঠেন, ততক্ষণে পুরো মাঠ ভরে গেছে।

ইমরান সেখানে বলেন, বিদেশ থেকে আমদানি করা সরকারকে তিনি কিছুতেই মেনে নেবেন না।  তিনি জনতাকে শপথবাক্য পাঠ করান যে, তারা সত্যিকারের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াই করবেন। যতদিন ভোট না হচ্ছে, ততদিন এই লড়াই চলবে।

পর্যবেক্ষকদের মতে, ইমরান বর্তমান শাসকদের একটা বার্তা দিতে চেয়েছেন। সেটা হলো, তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করে তারা ভুল করেছেন। সেই ভুল শুধরানোর একটাই উপায়-- দ্রুত নির্বাচন ঘোষণা।

সূত্র জানাচ্ছে, ঈদের পরই সম্ভবত দেশজুড়ে আন্দোলনে নামবেন ইমরান। সাবেক প্রধানমন্ত্রী জনসভায় বলেছেন, বর্তমান সরকার দুর্নীতিগ্রস্ত। তারা রাষ্ট্রদূতের চিঠি নিয়ে কোনো কমিশন গঠন করলে তা মানার প্রশ্ন নেই। আর সুপ্রিম কোর্টে প্রকাশ্যে এই কূটনৈতিক বার্তা নিয়ে শুনানি হোক। ইমরান বলেছেন, যখন এই কূটনৈতিক বার্তা নিয়ে খোলাখুলি আলোচনা হবে, তখন পাকিস্তানিরা বুঝতে পারবেন, কীভাবে চক্রান্ত করা হয়েছিল।

ইমরান বলেছেন, তার লড়াই সবেমাত্র শুরু হয়েছে। আন্দোলন আরো তীব্র হবে। সমর্থকরা যেন তার ডাকের জন্য অপেক্ষা করেন। তিনি এখন নির্বাচন ছাড়া আর কিছু চাইছেন না।

জিএইচ/এসজি (দ্য ডন, জিও টিভি)