1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেউলিয়া টমাস কুক, সব বুকিং বাতিল

২৩ সেপ্টেম্বর ২০১৯

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বের সবচেয়ে পুরনো অবকাশ পর্যটন কোম্পানি টমাস কুককে দেউলিয়া ঘোষণা করে এর সব বুকিং বাতিল করা হয়েছে৷

https://p.dw.com/p/3Q6F0
Thomas Cook Passagiere am Flughafen Palma de Mallorca
ছবি: Reuters/E. Calvo

যুক্তরাজ্যের বেসামরিক বিমান পরিহন কর্তৃপক্ষ (সিএএ) বলছে, বিশ্বজুড়ে পর্যটন পরিচালনাকারী ১৭৮ বছরের পুরনো এই কোম্পানি তাৎক্ষণিক সকল বিক্রি বন্ধ করে দিয়েছে৷ তাদের এই ঘোষণার ফলে এ মুহূর্তে বিদেশে থাকা হাজার হাজার পর্যটককে দেশে ফেরানোর জন্য নতুন করে ফ্লাইটের ব্যবস্থা করতে হবে৷

টমাস কুকের প্রধান নির্বাহী পিটার ফ্যাংকহসার কোম্পানিকে বাধ্যতামূলকভাবে দেওলিয়া ঘোষণা করার কথা জানিয়ে বলেন, এরকম পতন গভীর আক্ষেপের বিষয়৷ লাখ লাখ গ্রাহক ও কয়েক হাজার কর্মীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি৷

টমাস কুকের পতনের ফলে বিশ্বজুড়ে ২০ হাজার মানুষের চাকরি ঝুঁকির মধ্যে পড়েছে৷ ব্রিটিশ পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেন, কোম্পানিটির পতন কর্মীদের জন্য এবং অবকাশ যাপনকারীদের জন্য অত্যন্ত দুঃখের৷

শ্যাপস জানান, গ্রাহকদের বিনা খরচে দেশে ফেরাতে সরকার ও বিমান পরিবহন কর্তৃপক্ষ এর মধ্যেই কয়েক ডজন উড়োজাহাজ ভাড়া করেছে৷ টমাস কুকের মাধ্যমে বিদেশে যাওয়া নাগরিক ফেরাতে জরুরি এ কার্যক্রমের সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ম্যাটারহর্ন’৷

লিসেস্টারশায়ারের কেবিনেট নির্মাতা টমাস কুকের হাত ধরে ১৮৪১ সালে যাত্রা শুরু করেছিল কোম্পানিটি৷ তার নামে চালু হওয়া এই কোম্পানি বিশ্বের বিখ্যাত হলিডে ব্র্যান্ডগুলোর অন্যতম৷

ব্যবসায়িক মন্দার মধ্যে চলতি বছরের আগস্টে বৃহত্তম শেয়ারহোল্ডার চীনা সংস্থা ফোসুনের নেতৃত্বে ৯০ কোটি পাউন্ডের একটি পুনরুদ্ধার তহবিল জোগাড়ে সমর্থ হয়েছিল টমাস কুক৷ কিন্তু কোম্পানিটির ঋণদাতা ব্যাংকগুলোর তরফ থেকে জরুরি তহবিল হিসেবে আরো ২০ কোটি ডলার বাড়ানোর দাবি তোলায় ওই বিনিয়োগ চুক্তি সংশয়ের মধ্যে পড়ে৷

টমাস কুকের দেউলিয়া হওয়ার খবরে হতাশা প্রকাশ করে ফোসুন এক বিবৃতিতে বলেছে, চুক্তির পুরো প্রক্রিয়ায় তাদের অবস্থান অপরিবর্তিত থাকলেও দুর্ভাগ্যক্রমে অন্যান্য বিষয়গুলোও পরিবর্তিত রয়েছে৷ এই পরিণতির কারণে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি অত্যন্ত গভীর সমবেদনা জানাই৷

টমাস কুক রোববার বাড়তি তহবিল জোগাড়ের মাধ্যমে চুক্তি টিকিয়ে রাখতে ঋণদাতাদের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও কোনো লাভ হয়নি৷ কোম্পানিটি সরকারের কাছেও আর্থিক সহায়তা চেয়েছিল, যার জন্য শ্রমিক সংগঠনগুলিও সুপারিশ করেছিল৷

টমাস কুকের কার্যক্রম বন্ধ হলেও বিদেশে গ্রাহকদের হোটেল খরচসহ প্যাকেজভুক্ত যাবতীয় ব্যয় মেটানো হবে বলে সংশ্লিষ্টদের নিশ্চিত করেছে সরকার৷ পর্যটন শিল্পের দেওয়া করের টাকায় গঠিত একটি বিশেষ তহবিল (এয়ার ট্র্যাভেল ট্রাস্ট ফান্ড ও এয়ার ট্র্যাভেল অর্গানাইজার্স লাইসেন্স স্কিম- অ্যাটল) থেকে এ ব্যয় বহন করা হবে৷

এসআই/এসিবি (রয়টার্স, ডিপিএ, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য