‘দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বই’ | পাঠক ভাবনা | DW | 11.07.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বই’

‘দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বই তৈরি করুন’ – আপনাদের এই প্রতিবেদনটি পড়তেই তা আমার মনে দাগ কাটল৷ সত্যি তো, আমি যখন নতুন বই সংগ্রহ করেছি, আমার দৃষ্টি প্রতিবন্ধী ভাই অথবা বোন এই সুযোগ থেকে বঞ্চিত হবে কেন?

সেজন্য বাংলা ব্রেইল-এর সাহায্য নিতে চাই৷ এজন্য কিভাবে অনলাইনে আমার প্রয়োজন মতো কাজ করতে পারব, আপনাদের কাছ থেকে উপদেশ পেলে বাধিত হব৷ আমি প্রায় নিয়মিত আপনাদের ওয়েবসাইট দেখি৷ এখন থেকে এই কাজে ব্রতী হলে নিজেকে সার্থক মনে করব৷ আপনাদের সকলের আশীর্বাদ প্রাথর্না করছি৷ মধুমিতা ব্যানার্জী, টেঙ্গাবেরিয়া, জৌগ্রাম, বর্ধমান থেকে এই ই-মেলটি পাঠিয়েছেন৷

ডয়চে ভেলের ওয়েবসাইটে ‘ভিন গ্রহে প্রাণের খোঁজে নতুন পদ্ধতি' লেখাটি বেশ ভালো লাগল৷ এই মহাবিশ্বে আমরা কি একা? – এই প্রশ্নটি যুগ যুগ ধরেই মানুষকে তাড়িত করেছে৷ আসলে অসীম, অনন্ত এই মহাবিশ্বে শুধু একমাত্র পৃথিবী নামক গ্রহেই প্রাণের সৃষ্টি হয়েছে, বাকি বিশাল মহাবিশ্ব নিষ্প্রাণ নির্জীব – একথা বিশ্বাস করতে মানুষের মন চায়নি কোনোদিনই৷ আপনাদের লেখা থেকেই জানতে পারলাম, এখনও পর্যন্ত আবিষ্কৃত গ্রহের মোট সংখ্যা ৭২৩, নাসার মতে ৮৭৯৷ এই অজানা তথ্য জেনে আনন্দিত হলাম৷ প্রণাম নেবেন৷ এভাবেই লিখেছেন অন্বেজা মাজি, প্রযত্নে – ধীরেন্দ্রনাথ মাজি, শিং ভাঙ্গা মোড়, গঙ্গাজলঘাটী, বাঁকুড়া থেকে৷

- ধন্যবাদ দু'জনকেই৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন