1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান মুক্তিযোদ্ধারা

২৯ ডিসেম্বর ২০১১

একাত্তরের বীর মুক্তিসেনারা যুদ্ধাপরাধের বিচারের পাশাপাশি চান একটি ‘সোনার বাংলাদেশ’৷ যে দেশে থাকবে না দুর্নীতির কালো ছায়া, ঘুসের প্রচলন৷ ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে একাধিক মুক্তিযোদ্ধা জানিয়েছেন তাঁদের এই আকাঙ্খার কথা৷

https://p.dw.com/p/13bDa
ছবি: Public domain

সশস্ত্র মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের চল্লিশ বছর উপলক্ষে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার প্রচার করেছে ডয়চে ভেলে৷ মুক্তিসেনারা একটি দাবিতে অনড়, সেটি হচ্ছে যুদ্ধাপরাধের বিচার৷ এর পাশাপাশি একটি দুর্নীতিমুক্ত ‘সোনার বাংলাদেশ' দেখতে চান তারা৷ এদেরই একজন মো. মোসলেম উদ্দিন৷ বগুড়ায় রেললাইনের পাশে একটি ঝুপড়ি ঘরে বাস করেন তিনি৷ আর্থিকভাবে অত্যন্ত অস্বচ্ছল এই মুক্তিসেনা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান৷

মোসলেম গর্বের সঙ্গে বলেন, তাঁর মতো অসংখ্য যোদ্ধার লড়াইয়ের ফসল আজকের স্বাধীন বাংলাদেশ৷ স্বাধীনতার চল্লিশ বছর পর তাই, মুক্তিযোদ্ধাদের ভালোমন্দের দিকে আরো একটু নজর দেবে সরকার, এমনটাই প্রত্যাশা করেন তিনি৷ আরও চান, দেশে সততা বাড়ুক৷ জীবনে কখনো একটি পয়সাও ঘুস দেননি তিনি৷ একটি ঘুস, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নে তাই এখনো বিভোর এই মুক্তিসেনা৷

মুক্তিযোদ্ধা মোহাম্মদ অহিদুল হক'এর বয়স এখন ৬৪ বছর৷ চট্টগ্রামের মীরসরাই-এর এই বাসিন্দা নিজেকে মনে করেন কৃষক, মজুর, খেটে খাওয়া মানুষের প্রতিনিধি৷ স্বাধীনতার চল্লিশ বছর সম্পর্কে জানতে চাইলে তিনি বললেন, ‘‘আমি মনে করি মুক্তিযোদ্ধাদের নব্বই শতাংশই ছিলেন কৃষক, মজুরের সন্তানেরা৷ তাদের আকাঙ্খা ছিল, এই দেশ স্বাধীন হলে তারা সুখে শান্তিতে খেয়ে পরে বাঁচবে৷ অন্ততপক্ষে সমাজ ব্যবস্থায় যে শোষণ এবং অত্যাচার এগুলো থেকে রেহাই পাবে৷ কিন্তু আজকে চল্লিশ বছরেও বৈষম্য, বিশেষ করে অর্থনৈতিক বৈষম্য থেকে আমরা মোটেও উতরে উঠতে পারি নাই''৷ বর্তমান সরকারের কাছে একটি দাবি আছে এই বীরযোদ্ধার৷ দুর্নীতিমুক্ত একটি দেশ পেতে চান অহিদুল৷

Bangladesch
দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান মুক্তিযোদ্ধারাছবি: AP

মোল্লা নবুয়ত আলী মাগুরার বাসিন্দা৷ বর্তমানে তাঁর বয়স ৭৮ বছর৷ স্বাধীনতার পর মুক্তিযোদ্ধা নবুয়ত যুদ্ধবিধ্বস্ত দেশ নতুন করে গড়ায় মনোযোগী হন৷ তিনি সরকারি ত্রাণ কর্মকাণ্ডে অংশ নেন৷ কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুর পর সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়৷ নবুয়ত ফিরে যান শিক্ষকতায়৷ এরপর সক্রিয় রাজনীতি করেছেন তিনি৷ বর্তমানে স্বাধীনতার চল্লিশ বছর পর নবুয়ত জানালেন, দুর্নীতিতে ভরে গেছে দেশ৷ তিনি বলেন, ‘‘বঙ্গবন্ধুর উদ্দেশ্য ছিল সোনার বাংলা গড়ার৷ তিনি বেঁচে থাকলে সোনার বাংলাই হয়ত হতো৷ বর্তমানে ‘করাপশন'-এ ভরে গেছে দেশ৷''

চাঁপাইনবাবগঞ্জের মুক্তিযোদ্ধা এনামুল হক৷ একাত্তরে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সঙ্গে পেয়েছিলেন তিনি৷ তাঁর নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেছেন স্বাধীনতার পর৷ একাত্তরের এই বীর সেনা মনে করেন, দেশ স্বাধীন হলেও মুক্তিযোদ্ধাদের অনেক আশা এখনো পুরণ হয়নি৷ তিনি বলেন, ‘‘স্বাধীনতা আমরা পেয়েছি৷ কিন্তু যে চেতনায়, যে উদ্দেশ্যে আমরা যুদ্ধ করেছিলাম, বঙ্গবন্ধুর নির্দেশে৷ সেই চেতনা এখনো বাস্তবায়ন হয়নি৷ তার মানে হচ্ছে, বাঙালির প্রতিটি ঘরে মুক্তির স্বাদ এখনো পৌঁছায়নি৷ অর্থনৈতিক মুক্তি এখনো মুখ থুবড়ে আছে৷''

প্রভুদান চৌধুরী একজন মুক্তিযোদ্ধা৷ এখন বয়স তাঁর ৬৫ বছর৷ চট্টগ্রামের চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালে কাজ করেন তিনি৷ নিজের দেশ নিয়ে প্রচণ্ড আশাবাদী এই মুক্তি সেনা৷ তিনি বলেন, ‘‘যদিও দেশের মধ্যে আমাদের অনেক সমস্যা এখনো আছে৷ এখনো অনেক চাওয়া পাওয়া আমাদের পূর্ণ হয়নি৷ তবে আমরা আশাবাদী৷ এবং আমি দেখছি দেশ আগের চেয়ে অনেক এগিয়েছে৷''

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য