1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতিবাজ মন্ত্রীরা প্রশ্রয় পাচ্ছেন: ফখরুল

১৪ অক্টোবর ২০১১

প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ মন্ত্রীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তাঁর দাবি, কেবল দুর্নীতিবাজ মন্ত্রীদের নয়, সরকারেরই পদত্যাগ চাই৷

https://p.dw.com/p/12ruW
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: DW

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, ‘কোনো ধুম্রজাল নয়৷ পদ্মাসেতু নিয়ে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, সেটিই সত্য৷' প্রধানমন্ত্রী দুর্নীতিবাজদের মন্ত্রীদের প্রশ্রয় দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি৷ ফখরুল বলেন, ‘আর এ কারণেই সবক্ষেত্রে আজ দুর্নীতির মহোৎসব চলছে৷ আমরা কেবল দুর্নীতিবাজ মন্ত্রীদের নয়, সরকারেরই পদত্যাগ চাই৷'

যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে সদ্য দেশে ফেরা বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে নিয়ে শুক্রবার জিয়ার মাজারে যান ফখরুল ইসলাম৷ শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন৷

পদ্মাসেতু নিয়ে দুর্নীতি হয়নি, চলতি বছরেই এর কাজ শুরু হবে - অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, অর্থমন্ত্রী মিথ্যাচার করছেন৷ নিজের পিঠ বাঁচাতে তিনি এই অবস্থান নিয়েছেন৷ পদ্মাসেতু প্রকল্পের দুর্নীতি এখন সারাবিশ্ব জানে৷ দুর্নীতির অভিযোগে অর্থ সহায়তা বন্ধ করেছে বিশ্বব্যাংক৷

জয়নুল আবদিন ফারুক বলেন, আমি গুরুতর অসুস্থ৷ আমার চিকিৎসা শেষ হয়নি৷ বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন৷ সেই আন্দোলনে অংশ নিতেই দেশে এসেছি৷

এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে সাংবাদিকরা পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, দুই এক দিনের মধ্যেই সাংবাদিক সম্মেলন বা বিবৃতি দিয়ে তিনি বিষয়টি পরিষ্কার কারবেন৷ এর আগে কিছু বলবেন না৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য