1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্ঘটনায় মার্কিন পরমাণু চালিত সাবমেরিন

৮ অক্টোবর ২০২১

মার্কিন পরমাণু চালিত সাবমেরিনের সঙ্গে অজানা জিনিসের ধাক্কা লেগেছে দক্ষিণ চীন সাগরে। তবে সাবমেরিনের বড় কোনো ক্ষতি হয়নি।

https://p.dw.com/p/41QPi
অ্যামেরিকা জানিয়েছে, দুর্ঘটনা কেন হলো তা খতিয়ে দেখা হচ্ছে। ছবি: Lt. Mack Jamieson/US NAVY/AFP

অ্যামেরিকার নৌবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তাদের একটি পরমাণু-চালিত সাবমেরিনের সঙ্গে  দক্ষিণ চীন সাগরে একটি অজানা জিনিসের আঘাত লেগেছে। সাবমেরিনটি দক্ষিণ চীন সাগরে রুটিন অপারেশনে ছিল।

মার্কিন নৌবাহিনী কী বলছে

দুর্ঘটনার পর কারো গুরুতর কোনো আঘাত লাগেনি। সাবমেরিনও চালু অবস্থায় আছে। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সাবমেরিন ঠিক আছে। নিউক্লিয়ার প্রপালশন প্ল্যান্ট ঠিকভাবে চলছে।

নৌবাহিনী জানিয়েছে, সাবমেরিনে কতটা ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে সি-উলফ শ্রেণির পরমাণু-চালিত সাবমেরিন। এখন সাবমেরিনটি গুয়ামে মার্কিন নৌঘাঁটির দিকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই সাবমেরিনটি খতিয়ে দেখা হবে।

এশিয়া-প্যাসিফিকে উত্তেজনা

এই ঘটনা এমন একটা সময় হলো, যখন অ্যামেরিকা ও তার মিত্র দেশগুলি শক্তিপ্রদর্শন করতে যৌথ মহড়া করছে। দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির মোকাবিলা করতে এই ড্রিল হচ্ছে। 

গত সেপ্টেম্বরে অ্যামেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া এশিয়া-প্যসিফিক চুক্তির ঘোষণা করেছে। বেইজিং এই চুক্তির কড়া সমালোচনা করেছে।

চীনের দাবি, জলপথের অধিকাংশ এলাকা তাদের। কিন্তু অনেক দেশ এর বিরোধিতা করেছে। সম্প্রতি চীন তাইওয়ানের আকাশসীমায় যুদ্ধবিমান পাঠিয়েছে। এর ফলে উত্তেজনা বেড়েছে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)