1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশসংযুক্ত আরব আমিরাত

দুবাইয়ে শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন কপ-২৮

২৯ নভেম্বর ২০২৩

বৃহস্পতিবার থেকে দুবাইয়ে শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন কপ-২৮৷ চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত৷ কার্বন নির্গমনের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানির একটি হচ্ছে তেল৷

https://p.dw.com/p/4ZZSx
বৃহস্পতিবার থেকে দুবাইয়ে শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন কপ-২৮৷ চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত৷ কার্বন নির্গমনের জন্য দায়ী জীবাশ্ম জ্বালানির একটি হচ্ছে তেল৷ আর তেলের অন্যতম বড় উৎপাদক দেশ সংযুক্ত আরব আমিরাতে এবার কার্বন নির্গমন কমানো নিয়ে আলোচনা হতে যাচ্ছে৷
দুবাইয়ে শুরু হচ্ছে কপ-২৮ছবি: Jewel Samad/AFP/Getty Images

আর তেলের অন্যতম বড় উৎপাদক দেশ সংযুক্ত আরব আমিরাতে এবার কার্বন নির্গমন কমানো নিয়ে আলোচনা হতে যাচ্ছে৷

কপ-২৮ এর সভাপতি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় তেল কোম্পানি অ্যাডনকের প্রধান নির্বাহী সুলতান আল-জাবেরকে৷ তাই সম্মেলন সফল করতে তিনি সৎভাবে কাজ করতে পারবেন কিনা, সেই প্রশ্ন উঠেছে৷ কারণ, সম্মেলনের আগে তিনি বিভিন্ন দেশের সরকারের সঙ্গে গ্যাস ও অন্যান্য বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছিলেন বলে সোমবার বিবিসির এক প্রতিবেদনে অভিযোগ করা হয়৷ ফাঁস হওয়া কিছু নথির ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে বিবিসি৷

তবে ফাঁস হওয়া নথি ‘সঠিক নয়' বলে মন্তব্য করেছেন কপ-২৮ এর একজন মুখপাত্র৷ 

তথ্যচিত্র: উপকূলে চার নারী

আল-জাবের মনে করেন, জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার বিষয়টি ‘অবশ্যম্ভাবী'৷ তবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে তেল শিল্পকেও জড়াতে হবে বলেও মনে করেন তিনি৷ তাই তেল ও গ্যাস উত্তোলনের সময় কার্বন নির্গমন কমাতে কোম্পানিগুলোর সহায়তা চান আল-জাবের৷ সে কারণে এবারের সম্মেলনে আগের যে-কোনো সম্মেলনের চেয়ে অনেক বেশি ব্যবসায়ী অংশ নিচ্ছেন৷

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ব্রিটেনের রাজা চার্লসও সম্মেলনে অংশ নেবেন৷ তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থাকবেন না৷

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বন্ধ করা উচিত, নাকি জলবায়ুর উপর এসব শিল্পের প্রভাব কমাতে প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্ব দেয়া উচিত, তা নিয়ে দেশগুলোর মধ্যে বিভাজন রয়েছে৷ সম্মেলনে সেই বিভাজন আরও স্পষ্ট হতে পারে৷

বৈশ্বিক উষ্ণতা কমাতে বিভিন্ন দেশ যেসব অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন কতদূর তা নিয়ে সম্মেলনে আলোচনা হবে৷

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার তিনগুন বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত৷ এ লক্ষ্যে সম্মেলন চলার সময় একটি চুক্তি করতে চায় তারা৷ ১০০-র বেশি দেশ এর পক্ষে আছে বলে বিভিন্ন দেশের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন৷ তবে চীন ও ভারত এখনও পুরোপুরি এর পক্ষে সমর্থন জানায়নি৷

জলবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশে খরা, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে তাদের সেই ক্ষতি পুষিয়ে দিতে একটি তহবিল গঠন চূড়ান্ত করার চেষ্টা করা হবে৷ ইতিমধ্যে এর খসড়া তৈরি হয়েছে৷ তবে সম্মেলনে সেটি অনুমোদন পেতে হবে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)