1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্টারনেট সম্মেলন

১৫ ডিসেম্বর ২০১২

দুবাইয়ে জাতিসংঘের উদ্যোগে সম্মেলন শুরুর আগে আয়োজকদের একজন বলেছিলেন, নিষ্ঠুর সত্য হলো ইন্টারনেট এখনো ধনী দেশগুলোর করায়ত্তে রয়ে গেছে৷ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, আইটিইউ এর পরিবর্তন চায়৷ সেই পরিবর্তন আসছে না৷

https://p.dw.com/p/172fd
ছবি: dapd

গত সোমবার শুরু হওয়া আইটিইউ সম্মেলন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর কারণে ব্যর্থ হয়েছে৷ ১৯৩টি দেশের সরকারি নিয়ন্ত্রক সংস্থাকে নিয়ে শুরু হওয়া এ সম্মেলন চলেছে শুক্রবার বিকেল পর্যন্ত৷ যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ বৃহস্পতিবার জানায় যে, সম্মেলনে প্রস্তাবিত নীতিমালায় জাতিসংঘ সহ কিছু সংস্থাকে অতিরিক্ত ক্ষমতা দেয়া হয়েছে - তাই এমন নীতিমালায় সম্মতি জানাতে তারা অপারগ৷

অথচ সম্মেলনের আগে আইটিইউ-এর প্রস্তাবিত নীতিমালা নিয়ে আশার কথাই শোনা যাচ্ছিল৷ আইটিইউ-এর মহাসচিব হামাদুন টুর তখনও অবশ্য আক্ষেপ করে বলেছিলেন, ইন্টারনেট এখনো ধনী দেশগুলোর করায়ত্তে৷ একই সময় সম্মেলনের মাধ্যমে বিশ্বের ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে - এমন আশঙ্কার কথাও বলেছেন কেউ কেউ৷ গুগল তো সতর্ক করে বলেছিল, এ আয়োজন মুক্ত ইন্টারনেট ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে৷ ইউরোপীয় ইউনিয়নও সম্মেলনের পক্ষে ছিল না৷ ইউরোপের অধিকাংশ দেশই মনে করে, এখন যেভাবে ইন্টারনেট পরিচালিত হচ্ছে তা-ই ভালো৷ তবে আইটিইউ শুরু থেকেই সবাইকে আশ্বস্ত করে আসছে এই বলে যে, সম্মেলনে ক্ষতিকর কিছু হবার সম্ভাবনা নেই৷ ইন্টারনেটে বিনিয়োগ ও এতে বেশি মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছিল তারা৷

Symbolbild - Google Logo
ইন্টারনেট নিয়ন্ত্রণের পক্ষে নয় গুগলছবি: Getty Images

কিন্তু বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং আরো কয়েকটি দেশ সরে দাঁড়ানোয় সেই লক্ষ্য পূরণ অসম্ভব হয়ে পড়ে৷ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি টেরি ক্র্যামার চুক্তিতে তাঁর দেশ স্বাক্ষর করবে না জানানোর পর রাশিয়ার আন্দ্রেই মুখানভ তাই হতাশ হয়ে বললেন, ‘‘ভবিষ্যতে আমরা হয়তো ছোট একটা অংশকে ইন্টারনেটে প্রবেশাধিকার পেতে দেখব৷ সেটা খুবই খারাপ হবে৷ আশা করি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সহকর্মীরা একটা গঠনমূলক সিদ্ধান্তের দিকে যাবেন৷ ''

সেই সম্ভাবনা আপাতত শেষ৷ যুক্তরাষ্ট্র যতই মত প্রকাশের স্বাধীনতার কথা বলুক ইন্টারনেটে অবাধ তথ্য সরবরাহের ক্ষেত্রে দেশটির দৃষ্টিভঙ্গি যে উদার নয় তার অসংখ্য দৃষ্টান্ত রয়েছে৷ সর্বশেষ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা যায় উইকিলিকসের কথা৷ অবশ্য আইটিইউ সম্মেলনের আগে থেকেই ইন্টারনেটে তথ্য প্রবাহে বাধা সৃষ্টির সুযোগ অনেকটাই উন্মুক্ত৷ অনভিপ্রেত ই-মেইল, অর্থাৎ ‘স্প্যাম' ঠেকাতে গিয়ে অনেক দেশই রাজনৈতিক এবং ধর্মীয় বিষয়ে তথ্য বিনিময়ও রোধ করছে অনেক ক্ষেত্রে৷ এ অভিযোগ যেনতেন কারো নয়৷ খোদ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ক্র্যামারই বলেছেন এ কথা৷ দুবাইয়ের সম্মেলনে যে চুক্তি স্বাক্ষর করার কথা সেখানেও অবশ্য অনাকাঙ্খিত মেইল প্রতিরোধের ধারাটি রয়েছে৷

যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং সমমনা আরো কিছু দেশ সরে দাঁড়ালেও শুক্রবার সম্মেলন শেষ হবার আগে বাকি দেশগুলোর ঠিকই চুক্তিপত্রে স্বাক্ষর করার কথা৷ সেটা যে আনুষ্ঠানিকতার চেয়ে বেশি কিছু নয় তা সম্মেলনে অংশ নেয়া সবাই বুঝতে পারছেন৷ আইটিইউ-এর মহাসচিব হামাদুন টুর যে আক্ষেপ সম্মেলন শুরুর আগে করছিলেন সেটা তো দূর হচ্ছে না৷ ইন্টারনেট ধনী দেশগুলোর করায়ত্তে থাকছেই৷ সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি তারিক আল আওয়াধি তাই খুব দুঃখ করে বলছিলেন, ‘‘আমরা সবই দিলাম, কিন্তু বিনিময়ে কিছু পেলাম না৷''

এসিবি / জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য