1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বব্যাংকের প্যানেল

১৪ অক্টোবর ২০১২

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি দমন কমিশনের তদন্ত পর্যবেক্ষণে বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক প্যানেল ঢাকায় এসে তাদের কাজ শুরু করেছেন৷ তাদের সন্তুষ্টির ওপরই নির্ভর করবে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন করবে কিনা৷

https://p.dw.com/p/16Pov
Schriftzug "The World Bank" am Gebäude der Weltbank
ছবি: ullstein bild - Fotoagentur imo

বিশ্বব্যাংকের এই বিশেষজ্ঞ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান আইনজীবী লুই গ্যাব্রিয়েল মোরেনো ওকাম্পো৷ অন্য ২ জন সদস্য হলেন হংকং-এর দুর্নীতি বিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি কিং এবং যুক্তরাজ্যের সিরিয়াস ফ্রড অফিসের সাবেক পরিচালক রিচার্ড ওল্ডারম্যান৷ ঢাকায় এসে রোববার দুপুরের পর তারা দুদকের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন৷ কাল সোমবারও তারা বৈঠক করবেন বলে জানা গেছে৷ বিশেষজ্ঞ প্যানেল পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির তদন্তের প্রক্রিয়া এবং যথার্থতা খতিয়ে দেখছে৷ এই কাজে দুদক তাদের সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছে৷ পর্যবেক্ষণ শেষে দলটি বিশ্বব্যাংকের কাছে একটি প্রতিবেদন দেবে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. হেলাল উদ্দিন ডয়চে ভেলেকে জানান তাদের প্রতিবেদনের ওপর অনেক কিছুই নির্ভর করছে৷ তারা যদি দুদকের তদন্তে সন্তুষ্ট হন তাহলেই বিশ্বব্যাংকের অর্থায়নের প্রশ্নটি আসবে৷

তবে তিনি মনে করেন তদন্তে বিশ্বব্যাংকের এই আন্তর্জাতিক প্যানেলকে সন্তুষ্ট করা ছাড়া দুদকের আর কোন বিকল্প নাই৷ কারণ বিশ্বব্যাংকের ঋণ ছাড়া পদ্মা সেতু নির্মান হবেনা৷ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ অংকের হিসেবে সম্ভব৷ অর্থনীতির বাস্তবতায় সম্ভব নয়৷

গত ২৯ শে জুন বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্পে তাদের ঋণ বাতিল করে৷ এরপর নানা দেন দরবারের পর তারা শর্ত সাপেক্ষে এই প্রকল্পে ফিরে আসার সিদ্ধান্ত নেয়৷ এর মধ্যে অন্যতম হল স্বচ্ছতার সঙ্গে দুর্নীতির অভিযোগের তদন্ত করা৷ আর সেই শর্ত পুরণের সময় এখন শুরু হল৷ শর্ত পুরণ হলে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক দীর্ঘ মেয়াদে এবং নাম মাত্র সূদে ১২০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদন: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য