1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই বাংলাদেশিকে জাতিসংঘের সম্মান

১৯ জুন ২০১৯

ক্যাপ্টেন তামান্না এবং ক্যাপ্টেন নাইমা৷ গত দুই বছরে দেশের প্রায় সব গণমাধ্যমেরই খবর হয়েছেন তাঁরা৷ এবার জাতিসংঘও সম্মান জানালো তাদের৷

https://p.dw.com/p/3KgLI
Bangladesch landesweit erste Militär-Pilotinnen
ছবি: picture-alliance/NurPhoto

২০১৪ সালে প্রথম নারী পাইলট হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন তামান্না-ই-লুৎফী এবং  নাইমা হক৷ আন্তরিকতা ও দক্ষতার নতুন স্বীকৃতি পেতে দেরি হয়নি৷ ২০০৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিচ্ছেন বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা৷ ২০১৭ সালে জাতিসংঘ শান্তি মিশনে যোগ দিতে তামান্না আর নাইমাও যান কঙ্গোতে৷সাব সাহারান দেশটিতে কেমন আছেন তারা? নতুন দায়িত্বে কেমন করছেন তারা?

প্রশ্নগুলোর উত্তর পেতে একটা ভিডিও দেখলেই চলবে৷ইউটিউবে ভিডিওটি পোস্ট করেছে জাতিসংঘ৷

ভিডিওর শিরোনাম দেয়া হয়েছে ‘বাংলাদেশি ফিমেল পাইলটস ফ্লাইং ফরোয়ার্ড', অর্থাৎ বাংলাদেশের নারী বৈমানিকরা উড়ে এগিয়ে চলেছেন৷ ভিডিওতে যশোরের মেয়ে তামান্না আর ঢাকার মেয়ে নাইমা বলেছেন তাদের জীবনের গল্প৷ নারীর ক্ষমতায়নের এই উজ্জল দুই দৃষ্টান্তের অনুসারী আজ অনেকেই হতে চান৷ তবে একটা কথা খুব স্পষ্ট করে বলেছেন তারা– ‘নারী পাইলট' নয়, পাইলট হিসেবে দেখা হলেই ভালো লাগে তাদের৷

এসিবি/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য