1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তির আভাস

৮ এপ্রিল ২০১৩

উত্তর কোরিয়া হুমকি দিলে বৈরী প্রতিবেশীর কাছ থেকে পাল্টা হুমকিই প্রত্যাশিত এবং অবধারিত৷ কিন্তু এ নিয়মে একটু ব্যতিক্রম৷ দুই কোরিয়ার মাঝে উত্তেজনা কমার আশাই জেগেছে তাতে৷

https://p.dw.com/p/18Bfk
A South Korean soldier patrols at a checkpoint on the Grand Unification Bridge, which leads to the demilitarized zone separating North Korea from South Korea, in Paju, north of Seoul April 8, 2013. The North, led by 30-year-old Kim Jong-un, has been issuing vitriolic threats of war against the United States and U.S.-backed South Korea since the United Nations imposed sanctions in response to its third nuclear weapon test in February. REUTERS/Kim Hong-Ji (SOUTH KOREA - Tags: MILITARY POLITICS)
ছবি: Reuters

উত্তর কোরিয়া একের পর আণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে কঠোর থেকে কঠোরতর নিষেধাজ্ঞার কবলে পড়ছে, পাশাপাশি দিয়ে চলেছে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রকে আক্রমণের হুমকি৷ বিষয়টি এখন ‘পুরোনো খবর'৷ তাতে নতুন উপাত্ত যোগ হয়েছিল কমিউনিস্ট শাসিত দেশটি দু দুটো মিসাইল কোরীয় উপদ্বীপে নিয়ে যাওয়ায়৷ তাতে যুদ্ধের দামামাই শুনতে পাচ্ছিলেন বিশ্লেষকরা৷ কিন্তু দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ই এক বিবৃতিতে সে আশঙ্কা আপাতত একটু হলেও উড়িয়ে দিয়েছে৷ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘‘ওরা আণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে এমন ইঙ্গিতবাহী কোনো পদক্ষেপ আমরা দেখিনি৷'' দক্ষিণ কোরিয়াই যদি বৈরিতার দীর্ঘ অতীত নিয়েও উত্তরের প্রতি এ আশ্বাস রাখে তাহলে যু্দ্ধ শুরুর আশঙ্কা বাড়ে কি করে!

অথচ উত্তর কোরিয়া আবার আণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে – এমন কথা দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রী রিয়ো কি-হি জাই-ই বলেছিলেন দু দিন আগে৷ খোদ সংসদীয় কমিটিকে বলেছিলেন এ কথা৷ বক্তব্যের পক্ষে বিস্তারিত ব্যাখ্যা অবশ্য তিনি দেননি৷ সব কিছুর ব্যাখ্যা সরাসরি আসলে পাওয়াও যায়না৷ হুমকি, পাল্টা হুমকি, মন্তব্য, পাল্টা মন্তব্য- সব কিছুতেই উত্তেজনা বাড়ে৷ যুদ্ধ শুরু না হলেও স্নায়ু যুদ্ধটা জমে৷ এ পরিস্থিতির মাঝেই দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি এক উজ্জ্বল ব্যতিক্রম৷

এসিবি/এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য