1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দীপিকা ‘সুন্দরী’ মেয়ে: সাইফ

১১ আগস্ট ২০১১

বলিউড তারকা দীপিকা পাডুকোন সুন্দরী মেয়ে৷ এটা যেকেউ স্বীকার করতে বাধ্য৷ কিন্তু একই কথা যদি সাইফ আলী খানও বলেন, তবে কী অন্য কিছু মনে হবে?

https://p.dw.com/p/12EzF
Bollywood actor Deepika Padukone looks on during a press conference to announce her signing up as brand ambassador for Levi Strauss Signature, in Mumbai, India, Monday, Dec. 11, 2007. (AP Photo/Gautam Singh)
দীপিকা পাডুকোনছবি: AP

সাইফের সঙ্গে ইতিমধ্যে একাধিক ছবিতে দেখা গেছে দীপিকাকে৷ বলিউড প্রেমীরা বলতে শুরু করেছেন, পর্দায় সাইফ-দীপিকাকে চমৎকার মানাচ্ছে৷ সাইফ কিন্তু বলছেন ভিন্ন কথা৷ ‘টাইমস অব ইন্ডিয়া'-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘সত্যি করে বলতে গেলে, এই মুহূর্তে বলিউডে চারজন সুন্দরী রয়েছে৷ তাই, এদের বাইরে অন্য কেউকে বাছাই করার সুযোগ নেই আমার৷''

চার সুন্দরীর নাম অবশ্য জানাননি সাইফ৷ শুধু দীপিকার বিষয়টি খোলসা করেছেন তিনি৷ বলেছেন, দীপিকা সুন্দরী মেয়ে৷ তবে অন্যদের সঙ্গেও কাজ করতে আগ্রহী আমি৷

শুনলেন তো, কেমন বেশ একটু ‘চালাকি' করলেন সাইফ৷ অন্যদের সঙ্গেও কাজে আগ্রহী তিনি৷ মানে দাঁড়াচ্ছে, শুধু দীপিকায় থাকতে রাজি নন সাইফ৷ সেটা অবশ্য সম্ভবও নয়৷ বিশেষ করে সাইফের বন্ধবী যখন কারিনা কাপুর!

Shah Rukh Khan und Deepika Padukone, Tanzszene aus dem indischen Film "Billu Barber", der am 13.2.2009 weltweit Premiere feiert Die Rechte wurden von der in London ansässigen Film-Agentur "Eros International" übertragen. Zulieferer: Priya Esselborn
‘বিল্লু বার্বার’ ছবিতে শাহরুখ খানের সাথে দীপিকাছবি: Eros International

যাহোক, চলতি বছরটা কিন্তু ভালোই কাটাচ্ছেন সাইফ আলী৷ দু'টি ভিন্নধারার ছবি ‘আরক্ষণ' এবং ‘এজেন্ট বিনোদ'-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন৷ ‘ককটেল' নামের এক মিষ্টি ছবিতেও দেখা যাবে তাঁকে৷ আর বছর শেষে মুক্তি পাবে ‘রেস টু'৷

চল্লিশ পেরুনো সাইফ আলী খান বলতে গেলে কাজের প্রতি আসক্ত হয়ে পড়েছেন৷ নিজেই স্বীকার করলেন, ২০ বছর ধরে চলচ্চিত্র নিয়ে থাকলেও এখন নাকি তাঁর আগ্রহ আরো বাড়ছে৷ নায়ক, ভিলেন, পজেটিভি, নেগেটিভ - কাহিনী ভালো হলে যেকোন ভূমিকাতেই নিজেকে ফুটিয়ে তুলতে চান তিনি৷

উল্লেখ্য, ১৯৯২ সালে ‘পরম্পরা' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সাইফ আলী খান৷ ইতিমধ্যেই ভারতের চলচ্চিত্র বিষয়ক অধিকাংশ খেতাব বা সম্মাননা অর্জন করেছেন তিনি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য