1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তলোয়ার হাতে মানুষ হত্যা

২ আগস্ট ২০১৯

জার্মানির দক্ষিণের শহর স্টুটগার্টে ‘তলোয়ার' দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ৷ বুধবার দিন দুপুরে এই হত্যাকাণ্ডটি ঘটে৷

https://p.dw.com/p/3NECH
Mann in Stuttgart getötet
ছবি: picture-alliance/dpa/Kohls

পুলিশ জানিয়েছে, দুপুরের শেষ দিকে এসে রাস্তার মাঝে নিহত ব্যক্তিকে হামলা করা হয়৷ প্রত্যক্ষদর্শীদের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ৷ হামলার শিকার ব্যক্তিকে চেষ্টা সত্ত্বেও বাঁচানো সম্ভব হয়নি৷ ট্যাবলয়েড পত্রিকা ‘বিল্ড' জানিয়েছে, নিহত ব্যক্তি একজন জার্মান কাজাখ৷

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি একজন সিরীয় নাগরিক৷ ২০১৫ সাল থেকে জার্মানিতে বসবাস করছে অভিযুক্ত ব্যক্তি৷ তবে স্থানীয় গণমাধ্যম বলছে ভিন্ন কথা৷ বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন একজন ফিলিস্তিনের নাগরিক৷ পত্রিকাটি আরো জানায়, ওই লোক ভূয়া পরিচয়পত্র ব্যবহার করছিল৷

হত্যাকাণ্ডের পর সাইকেল নিয়ে দ্রুত সটকে পড়ে অভিযুক্ত৷ পরে তাঁকে খুজে বের করে পুলিশ৷ সন্দেহভাজনের নাম পরিচয় এখনও খোলাসা করেনি কর্তৃপক্ষ৷ তারা জানিয়েছে, তাঁর বয়স ২৮ এবং তিনি নিহত ব্যক্তির পরিচিত ছিলেন৷

এদিকে, প্রত্যক্ষদর্শীদের অনেকেই হামলার ভিডিও রেকর্ড করে ইন্টারনেটে ছেড়েছেন বলে জানতে পেরেছে পুলিশ৷ এ বিষয়টি নিয়েও তদন্তে নেমেছে৷ কারণ, এ ধরনের ভিডিও ইন্টারনেটে ছাড়া জার্মান আইনে নিষিদ্ধ৷

টিএম/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য