1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দাড়ি-গোঁফের বাহারে সেরা জার্মান নরসুন্দর ভাইসার

১৭ মে ২০১১

বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের দাড়ি-গোঁফও বিখ্যাত৷ তবে এবার বিশেষ কায়দা আর বাহারের দাড়ি-গোঁফের বদৌলতে খ্যাতি আর সম্মানে ভূষিত হলেন জার্মান নরসুন্দর এলমার ভাইসার৷

https://p.dw.com/p/11Hf5
বিশেষ কায়দার দাড়ি-গোঁফছবি: AP

১৫টি দেশের নানা কারুকার্য খচিত শ্মশ্রুমণ্ডিত ১৬০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বের সেরা দাড়ি-গোঁফ বিশিষ্ট ব্যক্তির শিরোপা জিতলেন এলমার ভাইসার৷ একদিকে মোটা লোম ও মোটা শিং বিশিষ্ট বিশেষ ধরণের হরিণ ‘চরম' এবং অন্যদিকে নরওয়ের জাতীয় পতাকার বাহার করে বিচারকদের মুগ্ধ করেছেন ৪৭ বছর বয়সি ভাইসার৷ নরওয়ের ট্রন্ডহাইম শহরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিরোপা জয়ের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব সেরা দাড়ি-গোঁফের অধিকারী হিসেবে সম্মান অর্জন করলেন তিনি৷

ভাইসার জানান, প্রতিযোগিতার দিন সকাল সাতটা থেকে এর পরিচর্যা শুরু করেন৷ আর এই কাজে তাঁকে সহযোগিতা করেন তাঁর বোন৷ তাঁর দাড়ি বিশেষ কোন ভঙ্গিমায় পেঁচিয়ে না রেখে সোজা ছেড়ে দিলে তা কোমর পর্যন্ত পৌঁছে৷ এর আগে ২০০৫ সালে বার্লিনে অনুষ্ঠিত আসরে প্রথম সেরা পদক জয় করেন তিনি৷ সেই আসরে নিজের দাড়ি-গোঁফ দিয়ে তৈরি করেছিলেন জার্মানির ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ তোরণ৷ এর দু'বছর পর নিজের দাড়ি-গোঁফ দিয়ে তৈরি করেছিলেন টাওয়ার ব্রিজ৷ ফলে সেই বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত আসরেও সেরা হন ভাইসার৷ মাঝে ২০০৯ সালে আলাস্কায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেননি তিনি৷

BdT Bartweltmeisterschaft
অধিকাংশ আসরেই দেখা গেছে জার্মানি কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগীদের শ্রেষ্ঠত্বছবি: AP

উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে বিশ্বের সেরা দাড়ি-গোঁফের জন্য প্রতিযোগিতা শুরু হলেও ১৯৯৫ সাল থেকে এটি নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে৷ অধিকাংশ আসরেই দেখা গেছে জার্মানি কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগীদের শ্রেষ্ঠত্ব৷

মজার বিষয় হলো সেরা গোঁফ আর দাড়ি নিয়ে মাত্র একজনই শ্রেষ্ঠ তা নয়৷ বরং গোঁফ আর দাড়ির নানা প্রকারভেদ করে সেগুলোতেও ভিন্ন ভিন্ন সেরা পদক প্রদান করা হয়েছে৷ গোঁফের রয়েছে ছয়টি ধরণ৷ এগুলো হলো প্রাকৃতিক, ইংলিশ, ডালি, হাঙ্গেরিয়ান, রাজকীয় এবং ফ্রিস্টাইল৷ আবার আংশিক দাড়ি এবং সম্পূর্ণ দাড়ির দুইটি ধারা করা হয়৷ এর মধ্যে আংশিক দাড়ির জন্য প্রাকৃতিক, চীনা, রাজকীয়, মাস্কেটিয়ার, সাইডবার্নস এবং ফ্রিস্টাইল - এই ছয়টি ধরণের জন্য পৃথক পৃথক পদক দেওয়া হয়৷ আর পূর্ণ দাড়ির জন্য প্রাকৃতিক, বিশেষ ধারার গোঁফের সাথে প্রাকৃতিক দাড়ি, ভের্ডি, গারিবাল্ডি এবং ফ্রিস্টাইল ঢং-এর জন্য সেরা নির্বাচিত করা হয়৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক