1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বঙ্গোপসাগরে নৌকাডুবি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৮ নভেম্বর ২০১২

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া রোহিঙ্গা ট্রলারের নিখোঁজ যাত্রীদের উদ্ধারে বাংলাদেশের নৌবাহিনী, কোস্টগার্ড এবং বিজিবি অভিযান চালাচ্ছে৷ বিজিবি জানিয়েছে, ঐ ট্রলারে ১১০ জন যাত্রী ছিল৷

https://p.dw.com/p/16fLX
ছবি: Asiapics

এক সপ্তাহের মাথায় এটি দ্বিতীয় ঘটনা৷ বুধবার সকালে একটি ট্রলারে (ইঞ্জিন চালিত নৌকা) করে এই হতভাগ্যরা কক্সবাজার থেকে মালয়েশিয়া রওয়ানা হয়৷ গভীর সমুদ্রে ট্রলারটি ডুবে গেলে আশপাশের ট্রলার থেকে তাদের উদ্ধারের চেষ্টা করা হয়৷ বিজিবি'র কক্সবাজার অঞ্চলের কমান্ডার লে. কর্নেল জাহিদ হাসান ডয়চে ভেলেকে জানান, খবর পেয়ে তারা উদ্ধার অভিযান পরিচালনা করেন৷ স্থানীয় লোকজন এবং উদ্ধারকারীরা এপর্যন্ত ৬০ জনকে উদ্ধার করেছেন৷ বাকিদের ভাগ্যে কী ঘটেছে এখনো জানা যায়নি৷ তিনি জানান, উদ্ধার অভিযানে নৌবাহিনী ও কোস্ট গার্ডও যোগ দিয়েছে৷ হতভাগ্য যাত্রীদের বড় একটি অংশ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান৷

Bangladesch Rohingya Bootsflüchtlinge
এরকম ট্রলারে করে সমুদ্রপথে থাইল্যান্ড বা মালয়েশিয়া উদ্দেশ্যে রওয়ানা হয় অনেকেছবি: DW/Shaikh Azizur Rahman

দালাল চক্রের প্রলোভনের ফাঁদে পড়ে তারা ট্রলারে করে সমুদ্রে ভেসেছিল৷ তাদের বলা হয়েছিল, গভীর সমুদ্রে জাহাজ আছে৷ সেই জাহাজে করে তাদের মালয়েশিয়া নেয়া হবে৷ ঐ দালাল চক্রের বিরুদ্ধে মামলা হয়েছে৷

এক সপ্তাহ আগে একইভাবে দালালদের প্রলোভনে পড়ে ট্রলারে করে মালয়েশিয়া যাওয়ার পথে সমুদ্রে ট্রলার ডুবে ১২২ জন বাংলাদেশি নাগরিক নিখোঁজ হন৷ সেই ঘটনায় মামলা হলেও দালালদের তৎপরতা থামেনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য