1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দলের ডিসিপ্লিন ঠিক করাই হবে কোচের দায়িত্ব'

১৫ জুলাই ২০১৯

বিসিবির পরিচালক সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হতে চেয়েছেন৷ এ বিষয়ে ফেসবুক লাইভে ডয়চে ভেলে বাংলার প্রধান খালেদ মুহিউদ্দিন বলেন, কোচ যে-ই হোক, দলের শৃঙ্খলা রক্ষা করতে হবে৷

https://p.dw.com/p/3M6ch
ICC Cricket World Cup - Bangladesh gegen Afghanistan
ছবি: Getty Images/A. Davidson

ডয়চে ভেলের ফেসবুক লাইভে খালেদ বলেন, ‘‘বাংলাদেশ দল এখন অনেক এগিয়ে গেছে৷ তাছাড়া প্রতিটি বিষয়ের জন্য কোচিং স্টাফ আছে৷ হেড কোচের সবকিছু দেখতে হবে না৷ সবচেয়ে বেশি প্রয়োজন ডিসিপ্লিন৷ সেই ডিসিপ্লিন রক্ষা করাই হবে কোচের কাজ৷''

বিদেশি কোচের বিষয়ে খালেদ বলেন, অনেকেরই ধারণা বিদেশি বা সাদা চামড়ার কোচ থাকলে তিনি ভালো পারফর্ম করবেন কিংবা তার কর্তৃত্ব থাকবে৷ কোন খেলোয়াড় খেলবেন, তাতে বিসিবি সভাপতি মত দেবেন না৷

‘‘সবাই হয়তো ভাবেন বিদেশি কোচ হলেই ভালো হবে৷ কিন্তু নিশ্চিত করতে হবে, যদি সুজনও কোচ হন, তাহলে বিসিবি বা তার সভাপতি বা কোনো কর্মকর্তা ব্যক্তিগত সম্পর্কের দোহাই দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করবেন না'' বলেন তিনি৷ 

আলোচনায় আরো উঠে আসে বাংলাদেশের বিশ্বকাপ পারফরম্যান্সের বিষয়টি৷ পারফরম্যান্স নিয়ে জনমনে আরো বেশি প্রত্যাশা থাকলেও যতটুকু বাংলাদেশ খেলেছে তাতে সন্তোষ প্রকাশ করেন খালেদ৷ তবে দু'তিনটি ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়দের শারীরিক ভাষা নিয়ে প্রশ্ন তোলেন৷

‘‘মাঝে মাঝে কোথাও যেন কোনো ঘাটতি আছে, এমনটি মনে হয়েছে৷ হয়তো সেটি ৫ ওভারের জন্য, বা ১০ ওভারের জন্য,'' বলেন তিনি৷

মাশরাফীর অধিনায়কত্ব বা দলে থাকা না থাকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন৷ বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় এমন প্রশ্ন উঠেছে বলে মনে করেন ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান৷ তিনি বলেন, ‘‘মাশরাফী হয়তো পারফরম্যান্স দেখাতে পারেননি৷ কিন্তু বিশ্বকাপের মতো আসরের মাঝে অধিনায়ক বদল করা মোটেই ভালো সিদ্ধান্ত হতো না৷''

আলোচনার সময় পাঠক ও দর্শকরা সেখানে মন্তব্য করেন৷ তাদের অনেকেই খালেদ মাহমুদ সুজনকে কোচ হিসেবে দেখতে চান না৷

একজন পাঠক মন্তব্য করেন, ‘‘অস্ট্রেলিয়ার কোচ আনুক৷ বাংলাদেশী হলে আমিনুল ইসলাম বুলবুলকে বানাক৷''

অনেকেই কোচ সালাউদ্দিনের পক্ষে লিখেছেন৷ একজন লেখেন, ‘‘ যার হাত ধরে সাকিবের মত অলরাউন্ডার হতে পারে আমরা তাকেই চাই-সালাউদ্দিন স্যার৷''

কোচ হিসেবে বিদেশিদের মধ্যে কুমার সাঙ্গাকারার নামও এসেছে৷

জেডএ/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য