1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দল পরিচিত: বহুজন সমাজ পার্টি (বি এস পি)

১৩ এপ্রিল ২০০৯

প্রতিষ্ঠা: ১৯৮৪৷ এক উদীয়মান রাজনৈতিক শক্তি৷ প্রতিষ্ঠাতা প্রয়াত কাঁসিরাম৷

https://p.dw.com/p/HVmT
বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীছবি: UNI

মূলত ভারতের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশ-ভিত্তিক দল৷

লক্ষ্য - তফসিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণীর উন্নতি৷

রাজনৈতিক মতাদর্শ - ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি.আর আম্বেদকরের ভাবাদর্শে অনুপ্রাণিত সমাজের নিম্নবর্গ অর্থাৎ দলিতমুখী সমাজতন্ত্র৷ উচ্চবর্ণের হিন্দু সমাজব্যবস্থায় যারা হাজার বছর ধরে নিপীড়িত৷

উত্তর প্রদেশে চতুর্থবার বিএসপি সরকার৷

দলের বর্তমান সভানেত্রী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী৷

নির্বাচনী প্রতীক হাতি৷

সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিএসপি’র ১৯জন সাংসদ৷

উচ্চকক্ষ রাজ্যসভায় ৬ জন৷

২০০৭-এ রাজ্য বিধান সভায় দলের নিরুঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা৷

রাজ্যে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ সমাজবাদি পার্টি৷

নেতা পরিচিতি: মায়াবতী

মায়াবতী বহুজন সমাজ পার্টির সভানেত্রী এবং উত্তর প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী৷

জন্ম দিল্লিতে, ১৯৫৬ সালে৷

শিক্ষা স্নাতক৷ আইন ও শিক্ষক প্রশিক্ষণ বিদ্যায় ডিগ্রী৷

পেশা শিক্ষকতা৷

কাঁসিরাম তাঁর রাজনৈতিক গুরু৷ কাঁসিরামই তাঁকে শিক্ষকতা থেকে রাজনীতিতে আনেন দলিত ও অনগ্রসর শ্রেণীর আর্থ-সামাজিক বিকাশে৷ মায়াবতী সেই থেকে নিজেকে দলিত নেত্রী বলে প্রচার করেন৷ ২০০৯ এর নির্বাচনে তিনি অ-কংগ্রেস, অ-বিজেপি তৃতীয় জোটের প্রধানমন্ত্রী পদপার্থী৷

দুর্নীতি ও অন্যান্য অভিযোগে মায়াবতীর বিরুদ্ধে শ’খানেক মামলা৷ তাজ করিডর কেলেঙ্কারী, তহবিল গরমিল, জন্মদিনের বিলাসবহুল উৎসবে বহুমূল্য উপহার ও অর্থগ্রহণ ইত্যাদি৷