1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বৈদ্যুতিক সড়ক'

৯ আগস্ট ২০১৩

দক্ষিণ কোরিয়ার এক শহরে সম্প্রতি একটি ‘ইলেকট্রিফায়েড রোড' বা বিদ্যুতায়ন করা সড়কের পরীক্ষামূলক কাজ শুরু হয়েছে৷ এই সড়কের ফলে বিদ্যুৎচালিত বাসগুলো এ ধরণের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের ব্যাটারি রিচার্জ করতে পারবে৷

https://p.dw.com/p/19Mdx
ছবি: picture alliance/Demotix

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই তা মানুষের দৈনন্দিন জীবনে যোগ করছে নতুন মাত্রা৷ দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের শহর গুমির একটি সড়কের ২৪ কিলোমিটার রাস্তার বিদ্যুতায়ন করা হয়েছে৷ এটি নিয়ে কাজ করছে কোরিয়া অ্যাডভান্স ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কেআইএসটি৷ তারা বলছে, আগামী চার মাস তারা রাস্তাটি পরীক্ষা করে দেখবে৷

রাস্তায় কিছু বৈদ্যুতিক তার পোতা হয়েছে, আর বাসের নীচেও লাগানো হয়েছে কিছু যন্ত্রপাতি৷ এই যন্ত্রপাতি দিয়ে মাটির নীচে পোতা তারগুলো থেকে বাসগুলো নিজেদের ব্যাটারি চার্জ করতে পারবে৷ রিচার্জ করা ব্যাটারি দিয়ে গাড়ি চলবে, অথবা ভবিষ্যতের জন্য তা সংরক্ষিত থাকবে৷

Pakistan Stromversorgung Karachi
একটি সড়কের ২৪ কিলোমিটার রাস্তার বিদ্যুতায়ন করা হয়েছেছবি: Reuters

ট্রাম এবং ট্রলি বাসেও এই পদ্ধতি ব্যবহারের কাজ করে যাচ্ছে কেআইএসটি৷ তবে এই প্রযুক্তিটি বেশ ব্যয়বহুল৷ একটি অনলাইন ইলেকট্রিক যান বানাতে খরচ পড়বে কমপক্ষে ৬ লাখ ৩০ হাজার ইউরো৷

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ইয়ং হান বললেন, ‘‘এটা খুব সহজলভ্য হবে৷ তবে কথা হচ্ছে দামটা কিভাবে কমানো যায়৷'' তিনি বার্তা সংস্থা এএফপি-কে জানান, দাম কমানো গেলে প্রতিটি শহরেই এর চাহিদা বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ৷

এরই মধ্যে কিছু বিনোদন পার্ক এবং কেআইএসটি ক্যাম্পাসে এরকম বৈদ্যুতিক সড়কের ব্যবহার শুরু হয়েছে৷ আর এমন সড়কের জন্য খুব বেশি নির্মাণ কাজের প্রয়োজনও নেই৷ প্রতিটি বাস স্টপে ১০ থেকে ১৫ ভাগ মাটি খুঁড়ে তার পুতে দিলেই কাজ হয়ে যাবে৷

এপিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য