1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

থাইল্যান্ডের নির্বাচন ও একনায়কতন্ত্র নিয়ে প্রতিবাদী গান

২৭ মার্চ ২০১৯

থাইল্যান্ডের নির্বাচনের আগে একটি মিউজিক ভিডিও ছেড়েছিল দেশটির একটি জনগ্রিয় গানের দল৷ সেখানে সামরিক জান্তা ও নির্বাচনি ব্যবস্থার কড়া সমালোচনা করা হয়েছে৷ মিউজিক ভিডিওটি ভাইরাল হয়েছে ইউটিউবে৷

https://p.dw.com/p/3FhzG
Rap against dictatorship Thailand
ছবি: Youtube/Rapagainstdictatorship

নির্বাচনের মধ্য দিয়ে আরেক মেয়াদে দেশটির ক্ষমতায় বসার সম্ভাবনা তৈরি হয়েছে থাইল্যান্ডের সামরিক জান্তা জেনারেল প্রায়ুথ চান-ওচার৷ তাঁর শাসন আর এই নির্বাচনি ব্যবস্থার কড়া সমালোচনা করেই একটি মিউজিক ভিডিও তৈরি করেছেন ৫ জন ব়্যাপার৷ সেখানে প্রায়ুথ চান-ওচার সোনালী একটি ভাস্কর্য ব্যবহার করে তাঁকে প্রতারক হিসেবেও অভিহিত করা হয়েছে৷ গানটির নাম দেয়া হয়েছে ‘২৫০ বুটলিকার্স'৷ সেনেটের ২৫০ সদস্যকে ইঙ্গিত করেই এমন নাম দেয়া হয়েছে৷ বলা হয়েছে এই ২৫০ জন পা চাটুকারের কারণে জনগণের অধিকার হরণে করা হয়েছে৷ ব্যঙ্গ করা হয়েছে ভোট ব্যবস্থা ও নির্বাচন কমিশনকেও৷

‘‘রেপ এগেইনস্ট ডিকটেটরশিপ'' নামের একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি ২২ মার্চ ছাড়া হয়৷ যেটি চার দিনে সাড়ে নয় লাখ বারের বেশি দেখা হয়েছে৷ অক্টোবরে দেশটির সামরিক শাসন বিরোধী তাদের আরেকটি ৫ মিনিটের মিউজিক ভিডিও ব্যাপক জনপ্রিয় হয়েছিল৷

এফএস/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য