1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধথাইল্যান্ড

থাইল্যান্ডে ডে কেয়ার সেন্টারে গুলি, নিহত অন্তত ৩৬

৬ অক্টোবর ২০২২

থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে একটি ডে কেয়ার সেন্টারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ৷

https://p.dw.com/p/4Hoz6
Thailändische Polizei übt für den Umgang mit möglichen Terrordrohungen
ছবি: RUNGROJ YONGRIT/EPA-EFE

বৃহস্পতিবারের এই ঘটনায় অন্তত ৩৬ জন মারা গেছেন বলে জানা গেছে৷ আততায়ী নিজেও আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ৷ 

এখন পর্যন্ত যা জানা গেছে

বন্দুক হামলায় নিহতদের মধ্যে ২২ জনই শিশু বলে বিবৃতিতে জানিয়েছে পুলিশ৷ হামলাকারী একজন সাবেক পুলিশ কর্মকর্তা বলেও বিবৃতিতে উল্লেখ করেছে তারা৷ পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, নংবুয়া লাম্ফু প্রদেশের ন ক্লাং শহরে দুপুরের দিকে হামলার ঘটনাটি ঘটে৷ এরপর আততায়ী গুলি করে আত্মহত্যা করে৷

থাইল্যান্ডে ২০২০ সালে একজন সৈনিক হামলা চালিয়ে ২৯ জনকে হত্যা করেন৷ চারটি জায়গায় এই হামলার ঘটনা ঘটেছিল৷    

এফএস/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান