1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রিমুখী প্রেমের কাহিনি

৮ এপ্রিল ২০১৩

জেমস বন্ড মানেই নারীর সঙ্গে ক্ষণিকের সম্পর্ক৷ এই সিরিজের শেষ তিন মুভির নায়ক ড্যানিয়েল ক্রেইগকেও দেখা গেছে সেই চরিত্রে৷ তবে এবার তাঁকে পাওয়া যাবে ত্রিমুখী প্রেমের কাহিনি, ব্রডওয়ের ‘বিট্রেয়াল’ নাটকে৷

https://p.dw.com/p/18Bfn
Actor Daniel Craig and actress Berenice Marlohe pose for photographers as they arrive for the royal world premiere of the new 007 film "Skyfall" at the Royal Albert Hall in London October 23, 2012. Makers of the new James Bond movie "Skyfall" have striven to combine the old-school values that made 007 such a success over the last 50 years with enough modern mores to keep the silver screen's favourite super spy relevant in a post-Cold War world. REUTERS/Paul Hackett (BRITAIN - Tags: ENTERTAINMENT SOCIETY)
ছবি: Reuters

ব্রিটিশ নাট্যকার হ্যারাল্ড পিন্টারের আলোচিত নাটক বিট্রেয়াল৷ লন্ডন, শেফিল্ড, নিউইয়র্ক, অস্ট্রেলিয়া, হংকং আর ইটালিতে বেশ কয়েকবার মঞ্চস্থ হয়েছে এই নাটক৷ দেখানো হয়েছে বড় পর্দায়ও৷ তারপরও কমেনি এর জনপ্রিয়তা৷

এবার বিট্রেয়ালে অংশ নেবেন ড্যানিয়েল ক্রেইগ৷ এতে তাঁর স্ত্রীর চরিত্র অভিনয় করবেন বাস্তবজীবনে ক্রেইগের স্ত্রী রেচেল ভাইস, যিনি ২০০৫ সালে অস্কার পেয়েছিলেন৷

***Das Pressebild darf nur in Zusammenhang mit einer Berichterstattung über den Film verwendet werden*** NAOMIE HARRIS ("Eve") und DANIEL CRAIG ("James Bond") in Sony Pictures' SKYFALL. © 2012 Sony Pictures Releasing GmbH
স্কাইফল ছবির একটি দৃশ্যছবি: 2012 Sony Pictures Releasing

বিট্রেয়ালের তৃতীয় চরিত্রে অভিনয় করবেন এবারের অস্কারজয়ী মুভি ‘লাইফ অফ পাই'এ অভিনয় করা রেফ স্প্যাল৷ নাটকে তিনি ক্রেইগের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়বেন৷

ক্রেইগ এর আগে ২০০৯ সালে হিউ জ্যাকম্যানের সঙ্গে ব্রডওয়ের নাটক ‘অ্যা স্টেডি রেইন'এ অভিনয় করেছিলেন৷ তবে তাঁর স্ত্রী ভাইসের এটাই হবে ব্রডওয়েতে প্রথম অভিনয়৷ অবশ্য ব্রিটিশ এই অভিনেত্রী লন্ডনের বিভিন্ন থিয়েটারে অভিনয় করেছেন৷

ব্রডওয়ের সর্বোচ্চ খেতাব টোনি অ্যাওয়ার্ডস জেতা পরিচালক মাইক নিকোলস বিট্রেয়াল পরিচালনা করবেন৷

নভেম্বরের ৩ তারিখে নাটকটির প্রথম মঞ্চায়ন হবে বলে জানা গেছে৷ সুতরাং পুরনো কাহিনি আর শতবার মঞ্চায়িত বিট্রেয়ালকে জেমস বন্ড খ্যাত ড্যানিয়েল ক্রেইগ আবারও জনপ্রিয় করে তুলতে পারবেন কিনা তা জানতে অপেক্ষা করতে হবে সে পর্যন্ত৷

জেডএইচ / এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য