1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ত্রাণকর্তা কুকুরের ভিডিও ভাইরাল!

২৫ সেপ্টেম্বর ২০১৭

১৯শে সেপ্টেম্বর মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে আঘাত হানে ভয়াবহ ভূমিকম্প৷ এ পর্যন্ত ২৮০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এই মৃত ও আটকে পড়া মানুষদের উদ্ধারে সাহায্য করছে একটি কুকুর, যার নাম ফ্রিদা৷

https://p.dw.com/p/2kdY0
Mexiko Erdbeben Mexiko Stadt
ছবি: Getty Images/AFP/R. Schemidt

ফ্রিদার বয়স মাত্র সাত বছর৷ কিন্তু এই সাত বছর বয়সি কুকুর মেক্সিকোর ভূমিকম্পে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা দেখিয়েছে৷ কুকুরটি মেক্সিকোর নৌবাহিনীর৷ তার কাজের দক্ষতা দেখে সবাই এতটাই মুগ্ধ হয়ে গেছে যে ইন্টারনেটে রীতিমত তারকা বনে গেছে ফ্রিদা৷ টুইটারে তার কাজের প্রশংসা চলছে, সেই সাথে জানানো হচ্ছে শুভকামনা ও অভিনন্দন৷

১৯শে সেপ্টেম্বরে ভূমিকম্পের পর উদ্ধারকর্মীদের সঙ্গে যোগ দেয় ফ্রিদা৷ আরও ১৪টি কুকুর ছিল তার সঙ্গে৷ তার পরনে থাকে চশমা এবং বুট জুতা৷ তার পেশাগত জীবনে ৫২ জনকে উদ্ধারে সাহায্য করেছে সে, যাদের মধ্যে ১২ জন ছিল জীবিত৷ এবারের ভূমিকম্পে একজন পুলিশ কর্মকর্তাকে জীবিত উদ্ধার করা হয়েছে তার সাহায্যে৷

এজে প্লাস এর ভিডিওটি পোস্ট করার কয়েকট ঘণ্টার মধ্যেই ফেসবুকে ১ লাখেরও বেশিবার দেখা হয়েছে এটি৷

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য