1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তেষ্টা পেলে কাক কী করে

২৭ অক্টোবর ২০১৬

নীতিকথায় আছে, কাক ঘড়ার ভেতর নুড়ি ফেলে ফেলে নীচের পানি ওপরে তুলে শেষমেষ তার তেষ্টা মেটায়৷ আজকালকার কাক কিন্তু প্লাস্টিকের বোতলও চেনে! আর চেনে টুরিস্টদের৷

https://p.dw.com/p/2Rl3A
Galerie Krähen
ছবি: AP

জীবজন্তুর বুদ্ধির কথা মানুষ যত জানতে পারছে, ততই আশ্চর্য হচ্ছে৷ ওরাংওটাং থেকে শুরু করে পাখি কিংবা অক্টোপাস, দৃশ্যত এদের সকলেই নিছক প্রবৃত্তির বশ না হয়ে বুদ্ধি খাটিয়ে বাস্তব ও ব্যবহারিক সমস্যার সমাধান করতে পারে ৷ আবার মানুষের জন্য সমস্যাও সৃষ্টি করতে পারে!

বুদ্ধির একটা দিক সহজাত, আরেকটা দিক হলো শেখার ক্ষমতা৷ ২০১০ সালের এই ভাইরাল ভিডিওটিকে বলা চলে ‘চিরসবুজ'৷ এ পর্যন্ত ৩৩ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন ও আরো দেখছেন৷ আর কিছু নয়, একটি পাতিকাকের তেষ্টা পেয়েছে, তাই সে রাস্তার ধারে বসা টুরিস্টদের কাছে এসে তাদের একজনের কাছে রাখা প্লাস্টিকের বোতলটি - না, ঠোঁট দিয়ে যে তা ফুটো করা সম্ভব নয়, এই বুদ্ধিমান বায়সপক্ষী সেটা সম্ভবত খুব ভালো করেই জানে৷

দেখা গেল, সে মানুষদের বোঝানোর চেষ্টা করছে যে তার তেষ্টা পেয়েছে৷ সে আকারে-ইঙ্গিতে এটাও বোঝালো যে তাকে পানি না দিলে সে বোতলের মালিককে উত্যক্ত করবে৷ ঘটলও তাই৷ শেষ অবধি বোতলের ছিপি খুলে, সেই ছিপিতে করে কাকেশ্বর কুচকুচেকে জল দিতে হলো৷ সেও পানি ঠোঁটে করে নিয়ে মুখ ওপরে তুলে পানি গলাধঃকরণ করল, একবার নয়, কয়েকবার৷ তারপর তেষ্টা মিটলে ‘থ্যাঙ্ক ইউ' না বলেই ফুরুৎ করে উড়ে গেল৷

এ এমন কাক, যে রাস্তার কি নর্দমার জল খোঁজে না; সে জানে যে, মানুষের কাছে প্লাস্টিকের বোতলে জল থাকে৷ সে এ-ও জানে যে, মানুষদের কিছুটা জ্বালাতন করলে সমস্যার বাকি সমাধান ঐ মানুষরাই করে দেবে৷ এই হলো বুদ্ধি, কিংবা বুদ্ধির বিবর্তন৷ তাই আমরা হাঁ করে কাকটিকে দেখি ইউটিউবের ভাইরাল ভিডিওয় আর ভাবি, ভাগ্যিস পাখিটার মাথায় কোনো বদ বুদ্ধি নেই...!

 

এসি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য