1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

তেলের দাম কমেছে, বরিস জনসন সৌদি আরব যাচ্ছেন

১৪ মার্চ ২০২২

সোমবার ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চতুর্থ দফা আলোচনা হওয়ার কথা রয়েছে৷ এদিকে ব্রিটেনের দ্য টাইমস পত্রিকা জানিয়েছে প্রধানমন্ত্রী বরিস জনসন চলতি সপ্তাহে সৌদি আরব সফর করবেন৷

https://p.dw.com/p/48RMh
MSC Münchener Sicherheitskonferenz 2022 Boris Johnson
ছবি: Matt Dunham/AP Photo/picture alliance

এসব খবরে সোমবার ব্যারেল প্রতি তেলের দাম প্রায় চার ডলার কমেছে৷ গ্রিনিচ মান সময় সাতটা ৫২তে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ছিল ১০৮.৯২ ডলার৷

বিশ্ব শেয়ারবাজারেও ভালো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ ফ্রাঙ্কফুর্ট, প্যারিস আর টোকিওর বেঞ্চমার্ক বেড়েছে৷ যুক্তরাষ্ট্রের এসঅ্যাণ্ডপি ফিউচার ০.৫ শতাংশ এবং ডাউ জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ফিউচার ০.৭ শতাংশ বেড়েছে৷ তবে চীনের শেনজেনে করনো ঠেকাতে নতুন করে লকডাউন দেয়ায় হংকং ও সাংহাইয়ের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব দেখা গেছে৷ হুয়াওয়েসহ চীনের বেশ কয়েকটি বিখ্যাত কোম্পানি শেনজেনে অবস্থিত৷ রোববার নতুন করে ৬০ জন করোনায় সংক্রমিত হওয়ায় শেনজেনে লকডাউন দেয়া হয়েছে৷

ইউক্রেন যুদ্ধ শুরুর পর তেলের দাম বাড়তে শুরু করে৷ সেটা কমাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে তেল উৎপাদন বাড়াতে অনুরোধ করেছে পশ্চিমা বিশ্ব৷ কিন্তু এখন পর্যন্ত তাতে সাফল্য আসেনি৷ ইয়েমেন যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং তুরস্কে সৌদি সাংবাদিক জামাল খাশগজি হত্যা ইস্যুতে পশ্চিমের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে বর্তমানে টানপোড়েন চলছে৷

এই অবস্থায় সৌদি আরবের মন গলাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটিতে সফরে যাচ্ছেন৷

কিন্তু সৌদি আরবে একদিন ৮১ জনের মৃত্যদণ্ড কার্যকর করার কয়েকদিনের মধ্যে দেশটির কাছে সহায়তা চাওয়া ঠিক কিনা- এই প্রশ্নের জবাবে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ টাইমস রেডিওকে বলেন, ‘‘ইউরোপে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, সেই সময় প্রধানমন্ত্রী ও অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের সৌদি আরবের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়া এবং একসঙ্গে কাজ করতে চাওয়াটা যুক্তিসঙ্গত৷''

নিষ্পাপ পুরুষ, নারী ও শিশুর হত্যাকারী থেকে শুরু করে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত ৮১ জনের মৃত্যুদণ্ড শনিবার কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি৷ মৃত্যুদণ্ড কার্যকর হওয়া কয়েকজন আল-কায়েদা, ইসলামিক স্টেট গোষ্ঠী ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থনকারী বলেও জানানো হয়৷

জেডএইচ/কেএম (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য