1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিতুরস্ক

তুরস্কে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে

২৮ মে ২০২৩

নিজেদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দিচ্ছেন তুরস্কের জনগণ৷ প্রথম দফায় কাঙ্খিত ফল না আসায় রোববার দেশটিতে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে৷

https://p.dw.com/p/4RudI
প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট দিচ্ছেন তুরস্কের মানুষ
প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট দিচ্ছেন তুরস্কের মানুষছবি: Yves Herman/REUTERS

রোববারের ভোটের মাধ্যমে তুরস্কের জনগণ জানিয়ে দেবেন ক্ষমতাসীন রেচেপ তাইয়েপ এর্দোয়ান না কেমাল কিলিচদারোলু কার হাতে যাচ্ছে পরবর্তী পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্ব৷

সকাল আটটা থেকে দেশজুড়ে কেন্দ্রগুলোতে ভোট প্রদান শুরু হয়৷ স্থানীয় সময় বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে৷ এরটর শুরু হবে ভোট গণনা৷ সন্ধ্যার পর থেকেই কেন্দ্রগুলোর প্রাথমিক ফলাফল আসতে পারে৷

তার আগে দ্বিতীয় দফা ভোটগ্রহণকে সামনে রেখে নিজ নিজ দলের সমর্থন বাড়াতে দেশজুড়ে প্রচারণায় ব্যস্ত ছিলেন দুই প্রার্থী৷

গত ১৪ মে অনষ্ঠিত হয় প্রথম দফার ভোট৷ তাতে এগিয়ে থাকলেও নির্বাচিত হতে পারেননি তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর্দোয়ান৷ তুরস্কের নির্বাচনের নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্টকে ৫০ শতাংশ সমর্থন পেতে হয়৷ প্রথম দফার নির্বাচনে এর্দোয়ান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট৷

নিকটতম প্রতিদ্বন্দী কেমাল পেয়েছিলেন ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট৷ ফলে দেশটির নিয়ম অনুযায়ী পুনরায় প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে৷

প্রথম দফার ভোটে তৃতীয় স্থান পেয়েছিলেন সিনান ওয়ান৷ তিনি পেয়েছিলেন পাঁচ দশমিক ২০ ভাগ ভোট৷ তবে গত ২২ মে এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফা ভোটে এর্দোয়ানকে সমর্থন করার কথা জানিয়েছেন তিনি৷ 

আরআর/এফএস (এএফপি. ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য