1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগতুরস্ক

তুরস্কে আবার ভূমিকম্প, মৃত এক, আহত ৬৯

২৮ ফেব্রুয়ারি ২০২৩

আবার কেঁপে উঠলো তুরস্ক। দক্ষিণপূর্ব তুরস্কে সোমবার সকালে আবার বড় ভূমিকম্প হয়। অন্ততপক্ষে একজন মারা গেছেন। ৬৯ জন আহত হয়েছেন।

https://p.dw.com/p/4O3BB
ছবি: Selami Kucukoglu/AA/picture alliance

রিখটার স্কেলে এই ভূমিকম্পের পরিমাপ ছিল পাঁচ দশমিক ছয়। এই ভূমিকম্পেও প্রচুর বাড়ি ভেঙেছে। অনেকে এখনো চাপা পড়ে আছেন। উদ্ধারকাজ চলছে।

এই অঞ্চলে গত তিন সপ্তাহে এই নিয়ে চারবার বড় ভূমিকম্প হলো। গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

সোমবারের ভূমিকম্প

তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, মালাটিয়া অঞ্চলে ভূমিকম্প হয়। মাটির ছয় দশমিক ১৫ কিলোমিটার নিচে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।

এই ভূমিকম্পে অন্ততপক্ষে ২৯টি বাড়ি ভেঙেছে। একজন মারা গেছেন।

গত ৬ ফেব্রুয়ারিতেও এই অঞ্চলে প্রবল ভূমিকম্প হয়। তখন অন্তত দুই হাজার তিনশ জন মারা যান।

তুরস্কের ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রেসিডেন্সি(এএফএডি) চালান ইউনুস সেজার। তিনি জানিয়েছেন, ভূমিকম্পের পর পাঁচটি বাড়িতে উদ্ধারকারী দল গেছে।

সংগঠনের ভূমিকম্প ও রিস্ক রিডাকশনের জেনারেল ডিরেক্টর ওরহান টাটার জানিয়েছেন, তিন সপ্তাহে এখানে চারটে বড় ভূমিকম্প হয়েছে। আর ৪৫ বার আফটারশক অনুভূত হয়েছে। এই আফটারশকের পরিমাপ ছিল পাঁচ থেকে ছয়ের মধ্যে। এই ঘটনাকে একেবারেই সাধারণ বলা যাবে না।

বিধ্বস্ত এলাকায় আবার ভূমিকম্প

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে যে ভূমিকম্প হয় তার পরিমাপ ছিল সাত দশমিক সাত ও সিরিয়ায় সাত দশমিক ছয়। এর ফলে ৫০ হাজার মানুষ মারা গেছেন। ভয়ংকর ক্ষয়ক্ষতি হয়েছে।

মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে দেহ উদ্ধার করা হচ্ছে।

তুরস্কে মোট দুই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সিরিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৮৮ লাখ মানুষ। জাতিসংঘ জানিয়েছে, ৬ ফেব্রুয়ারির ভূমিকম্প তুরস্কের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর ভূমিকম্প হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।

জিএইচ/এলজি (এএফপি, ডিপিএ, রয়টার্স)