1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যাডোনা’র ট্যুর

৭ ফেব্রুয়ারি ২০১২

কুইন অফ পপ ম্যাডোনা তিন বছর ধরে কোন কনর্সাট করেননি৷ জানা গেছে খুব শীঘ্রই তিনি আবার শুরু করবেন তাঁর কনসার্ট৷ তাঁর শেষ ট্যুরের নাম ছিল ‘স্টিকি এ্যান্ড সুইট ট্যুর’৷ ২০০৮ এবং ২০০৯ সালে ম্যাডোনা এই সংগীত সফর করেছিলেন৷

https://p.dw.com/p/13yhX
ছবি: dapd

তিন বছর বিরতির পর শুরু হবে একের পর এক কনসার্ট৷ ম্যাডোনা কনসার্ট ট্যুর শুরু করবেন তেল আভিভে৷ এরপর আসবেন ইউরোপে৷ ইউরোপে কনসার্ট শেষ করে যাবেন দক্ষিণ অ্যামেরিকা এবং অস্ট্রেলিয়ায়৷ দক্ষিণ অ্যামেরিকা এবং অস্ট্রেলিয়ায় তিনি ২০ বছর আগে কনসার্ট করেছিলেন৷ আজ এই তথ্যগুলো জানিয়েছে ম্যাডোনার ট্যুর প্রমোশন কোম্পানি লাইভ নেশন৷

৫৩ বছর বয়সি কুইন অফ পপের শেষ ট্যুরের নাম ছিল ‘স্টিকি এ্যান্ড সুইট ট্যুর'৷ ২০০৮ এবং ২০০৯ সালে তিনি এই সংগীত সফর করেছিলেন৷ এবারের ট্যুরে তিনি ইউরোপ এবং মধ্য প্রাচ্যের কুড়িটিরও বেশি শহরে কনসার্ট করবেন, নেচে-গেয়ে দর্শকদের মাতাবেন৷ শহরগুলোর মধ্যে লন্ডন, এডিনবার্গ, প্যারিস, মিলান, আবুধাবি এবং বার্লিন উল্লেখযোগ্য৷

মে মাসের ২৯ তারিখে শুরু হবে এই ট্যুর৷ শুরু হচ্ছে তেল আভিভ থেকে৷ এরপর আবুধাবি এবং ইস্তানবুল৷ জুন মাসের শুরুতেই তিনি আসবেন ইউরোপে৷ শেষ কনসার্ট হবে আগস্ট মাসের ২১ তারিখে ফ্রান্সের নিস শহরে৷ আর অ্যামেরিকায় তাঁর কনসার্ট শেষ হবে মায়ামিতে৷

লাইভ নেশন আরো জানিয়েছে, দক্ষিণ অ্যামেরিকা এবং অস্ট্রেলিয়ায় কোথায় কোথায় কনসার্ট হবে সেসব শহর এবং ভেন্যু এখনো ঠিক হয়নি৷ তা জনিয়ে দেয়া হবে শীঘ্র৷

এ মাসের পাঁচ তারিখে সুপার বোউল শোর হাফ টাইমে ম্যাডোনা পারফর্ম করেন৷ লক্ষ লক্ষ মানুষ টেলিভিশনের সামনে উপস্থিত ছিলেন৷ তারা সুপার বোউল শো বাড়িতে বসে উপভোগ করেছেন৷ ম্যাডোনার পাশাপাশি পারফর্ম করেছেন ব্রিটিশ হিপ হপ স্টার মিয়া৷ সুপার বোউলের ঠিক দুদিন পরেই ম্যাডোনা ঘোষণা দিলেন তার ট্যুরের৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য