1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তালেবানের বিরুদ্ধে লড়তে প্রস্তুত পঞ্জশির

২৬ আগস্ট ২০২১

তালেবানের বিরুদ্ধে লড়তে চায় পঞ্জশিরের নর্দার্ন অ্যালায়েন্স৷ এজন্য নয় হাজার সেনা নিয়ে তারা প্রস্তুত বলে জানিয়েছেন এই বাহিনীর নেতা আহমেদ মাসুদ৷

https://p.dw.com/p/3zV0D
পঞ্জশির রক্ষার জন্য প্রস্তুত নর্দার্ন অ্যালায়েন্স। ছবি: Ahmad Sahel Arman/AFP/Getty Images

পঞ্জশির উপত্যকা গোটাটাই তালেবানরা ঘিরে রেখেছে। দখল করে নিয়েছে আশপাশের এলাকাও৷ কিন্তু আহমেদ মাসুদের নেতৃত্বে নর্দার্ন অ্যালায়েন্স লড়াইয়ের জন্য তৈরি৷ আহমেদ মাসুদ বলেন, ‘‘আমি আহমেদ শাহ মাসুদের ছেলে। আত্মসমর্পণ শব্দটা আমার অভিধানে নেই৷’’

মাসুদ দাবি করেছেন, হাজার হাজার মানুষ তাদের ফৌজে যোগ দিয়েছেন৷ একটি প্রথম সারির ফরাসি দৈনিকে প্রকাশিত এক সাক্ষাৎকারে মাসুদ ফরাসি প্রেসিডেন্টসহ অন্য রাষ্ট্রনেতাদের কাছে আবেদন জানিয়ে বলেছেন, ‘‘আপনারা নর্দার্ন অ্যালায়েন্সকে সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করুন৷’’ তিনি জানিয়েছেন, ‘‘কিছুদিন আগে আমি বিদেশি শক্তিগুলিকে সাহায্য করতে বলেছিলাম। কিন্তু ওরা করেনি। আজ ওরা বুঝতে পারছে, সেই সিদ্ধান্ত ভুল ছিল৷’’

পঞ্জশির উপত্যকা হিন্দুকুশ পাহাড়ের পাদদেশে৷ আহমেদ মাসুদের বাবা আহমেদ শাহ মাসুদ সোভিয়েত আক্রমণের সময় এবং তারপর তালেবান শাসনের সময় লড়াই করে পঞ্জশিরকে মুক্ত রাখতে পেরেছিলেন৷ তাজিক জনগোষ্ঠীর মানুষ এখানে থাকেন৷ তারা তালেবানকে পছন্দ করেন না৷ দিন কয়েক আগে বলা হচ্ছিল, মাসুদ তালেবান নেতাদের সঙ্গে কথা বলছেন৷ তিনি লড়াই এড়াতে চাইছেন৷ কিন্তু ফরাসি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মাসুদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি লড়াই করবেন৷

Ahmad Massoud
নর্দার্ন অ্যালায়েন্সের নেতা আহেমদ মাসুদ। ছবি: Mohammad Ismail/REUTERS

নর্দার্ন অ্যালায়েন্সে পপুলার রেসিসটেন্স ফ্রন্ট আছে৷ তার নেতা তারিক আকমল জানিয়েছেন, তালেবান যেদিক থেকে ঢোকার চেষ্টা করুক না কেন, তারা প্রস্তুত৷ তাদের কাছে অবস্থানগত সুবিধা আছে৷ ফলে তালেবানকে প্রতিরোধ করার ক্ষমতা তাদের আছে৷ আশরাফ গনির আমলে ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ অনুগত সেনাদের নিয়ে নর্দার্ন অ্যালায়েন্সে যোগ দিয়েছেন৷ তাছাড়া কাবুল থেকে বেশ কিছু আফগান সেনা তাদের সঙ্গে যোগ দিয়েছেন৷ আমরুল্লাহ জানিয়েছেন, তালেবান মিথ্যা প্রচার করছে৷ তারা বলেছে, পঞ্জশিরের কিছু এলাকা তারা দখল করে নিয়েছে, যা মিথ্যা৷ তার দাবি পঞ্জশির পুরোপুরি নর্দার্ন অ্যালায়েন্সের দখলে। তালেবান আক্রমণ করলে লড়াই করবেন তারা৷

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)